ভয়েস টাইপিং মোটামোটি ভালোই লাগছে আমার কাছে। তবুও যে জিনিসে অভ্যাস হয়ে গেছে, সেটা ছাড়বো কিভাবে? আমি সাধারনত অভ্র আর বিজয় ৫২ দুইটাই ব্যাবহার করি। বার বার ট্যাব সুইচ করে করে কপি পেস্ট করাও আমার কাছে প্যাড়া মনে হয়। যেহেতু টাইপিং স্পিড ভালোই, সময় দুটোতে প্রায় সমান সমান লাগে। তাই টাইপিং করে এই পোষ্ট করলাম

আপনি মিয়া যেটাই সুবিধা পান সেটা করেন, ভয়েস টাইপিং ইউজ করতে হবে এটার কোন বাধ্যবাধকতা নেই, আমি আবার ডাবল স্ক্রিন ব্যবহার করি এর জন্য ভয়েস টাইপিং করে আমি সুবিধা পাই কবে পেস্ট করা আমার কাছে সহজ।
যাইহোক অন্য কথায় আসি, IOS এ Tor browser এর অল্টারনেটিভ কি কোন কিছু আছে ?
আমি প্রচুর খোঁজাখুজি করলাম Chatgpt এর সাহায্য নিয়েছি কিন্তু সেখানে onion ব্রাউজার সাজেস্ট করে কিন্তু আমি সেই ব্রাউজারের রিভিউ ভালো দেখলাম না।
প্রশ্নটা কি কোনো ভাবে আমাকে করছেন? নাকি অন্যান্য ফোরাম ইউজারদের? অন্যদের করে থাকলে ঠিক আছে। আমার জীবনে কোনোদিন এপল এর কোনো প্রোডাক্ট ইউজ করার সুযোগ হয়নি। নিজে তো কখনো কিনি নাই। সম্ভবত কলিগের এপল ডিভাইস কয়েকবার ব্যাবহার করেছিলাম। আপনি ইন্টারন্যাশনাল ফোরামে পোষ্ট করলে সম্ভবত কুইক কিছু রেসপন্স পেতে পারেন। আমাদের লোকালেও অনেক আম্বানি আছে হয়তো আপনার মতো, কিন্তু সবাই কি আর টর ব্যাবহার করে?

খালি আপনার এ প্রশ্নটা করলে horizontal rule মাইরা দিতাম না লেখার মাঝখানে প্রশ্নটা সবার জন্যই। আর আপনি কি চিপায় আমারে খোঁচা দিয়া কথা কইলেন? এখন তো ঘরে ঘরে আইফোন, ফ্লাগসিপ ডিভাইস বিষয়টা এমন যে "নুন আনতে পান্তা ফুরায় কিন্তু হোন্ডা নিয়ে হাগবার যায়" তবে আমার বিষয়টা তেমন না আমি ভাই নুন এবং পান্তা রেডি রাখার পর প্রায় এক বছরের বেশি সময় ওয়েট করে কিনতে সক্ষম হয়েছি। আমি ভাই আম্বানি না

আমি একটু এক্সপ্লোর করতে চেয়েছিলাম অ্যাপল তাই শখের বসে অ্যাপল কেনা হয়েছিল, আবার অলরেডি android এ শিফট হয়েও গিয়েছি তবে টর ব্রাউজার এর অনেক সুবিধা রয়েছে মাঝেমধ্যে অনেক ওয়েবসাইট গুগল ক্রমে বা অন্যান্য ব্রাউজারে আমার আইএসপি দিয়ে লোডিং করতে অনেক সময় নেয় অন্যদিকে টর ব্রাউজারে সেটি ফাস্ট হয় , যদিও অনেকে বলবে টর ব্রাউজারে তো আরো স্লো হওয়ার কথা সেটা ভাই আমিও জানি কিন্তু এই ক্ষেত্রে এই বিষয় কেন হয় এটা আমার অজানা।
তাই যখন অ্যাপল হাতে নিয়ে থাকি tor ব্রাউজার এর প্রয়োজন বোধ করি তাই প্রশ্নটি জিজ্ঞাসা করা,
তবে ভাই আপনি ঠিক বলেছেন আমাদের এই লোকাল বোর্ডে শুধুমাত্র অ্যাপেল বলে কথা না, টেকনিক্যাল আলোচনা করতে গেলে রেসপন্স খুব দেরিতেই আসে, এটার জন্য আমিও গ্লোবালে থ্রেড খুলতে চেয়েছি।