আমি আরো বিস্তারিত পড়বো সময় পেলে। তারপর একটা আর্টিকেল লিখব।
আজকে ভাই আমি প্রথম লাইটনিং নেটওয়ার্ক এর মাধ্যমে বিটকয়েন ট্রান্সেকশন করেছি৷ যেটা দেখলাম এটার ট্রান্সেকশন গুলো বিটকয়েন এর মতো ট্র্যাক করা যাচ্ছে না ব্লকচেইন এ। যেটা প্রাইভেটলি হচ্ছে ট্রান্সেকশন।
লাইটনিং নেটওয়ার্ক এ ফী অনেক কম, এইটা কিভাবে কাজ করে বিটকয়েন লেন দেন এর ক্ষেত্রে যদি একটু ধারনা দিতেন ক্লিয়ার হয়ে যেতো। কারন আমি আমার পাশ থেকে বিটকয়েন সেন্ট করেছি বাইনান্স এ, বাইনান্স এ ট্রান্সেকশন রিসিভ দেখাচ্ছে, কিন্তু এই পাশ থেকে পেন্ডিং এই রয়েছে।