আজকে দেখলাম @Little Mouse ভাই টেলিগ্রামে জানিয়ে দিয়েছেন তার এলাকায় বন্যা হয়েছে, গতবার ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিলেন এবং কয়েকদিন অনলাইনে আসতে পারে নাই। এই বছরও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। যাইহোক, আমরা সবাই লিটল মাউস ভাই এবং তার এলাকাবাসীর জন্য প্রার্থনা করব। আল্লাহ যেন লিটল মাউস ভাইয়ের পরিবার এবং এলাকাবাসীদের বন্যার কবল থেকে হেফাজত করেন। আমিন।
ভাই গত বছরেও বাঁধ ছেড়ে দেওয়ায় আকস্মিক বন্যাতে ভাইয়ের এলাকায় অনেক ক্ষতি হয়েছিল কিন্তু আল্লাহর রহমতে ভাইদের পরিবারে কারো কোন সমস্যা হয়নি। কিন্তু আমাদের টেনশনের বিষয় হয়েছিল ভায়ের সকল প্রকার যোগাযোগের মাধ্যম গুলো বিচ্ছিন্ন ছিল। তাই ভাইয়ের সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না জন্য আমরা অনেকটাই টেনশনে ছিলাম। কিন্তু ভাইকে আল্লাহতালা সুস্থ রেখেছিলেন এবং পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ভাই ফোরামে পোস্ট দিয়ে সে স্বাভাবিক ছিল সেটা জানিয়ে দিয়েছিল। হঠাৎ করে বন্যা এসে নেট সিস্টেম বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে এরকম সমস্যা হয়েছিল। যাহোক ভাই সুস্থ ও স্বাভাবিক থাকুক এবং ভাইয়ের আশেপাশে সবাইকে আল্লাহ তায়ালা হেফাজত করুক এবং বিপদ থেকে রক্ষা করুক সেই প্রত্যাশা কামনা করছি।