আজকে দেখলাম @Little Mouse ভাই টেলিগ্রামে জানিয়ে দিয়েছেন তার এলাকায় বন্যা হয়েছে, গতবার ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিলেন এবং কয়েকদিন অনলাইনে আসতে পারে নাই। এই বছরও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। যাইহোক, আমরা সবাই লিটল মাউস ভাই এবং তার এ
এলাকাবাসীর জন্য প্রার্থনা করব। আল্লাহ যেন লিটল মাউস ভাইয়ের পরিবার এবং এলাকাবাসীদের বন্যার কবল থেকে হেফাজত করেন। আমিন।
কেউ বাংলাদেশের খেলা দেখতেছেন নাকি?
গাধা কে দিয়ে কখনো হাল চাষ করানো যায়? ঠিক তেমনি বাংলাদেশের খেলোয়াড়দের দিয়ে ক্রিকেট খেলালে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। ভেবেছিলাম বাংলাদেশ এই সিরিজে হোয়াইটওয়াশ হবে কিন্তু বোলাররা ২য় ম্যাচে ভালো করে জয়লাভ করেছিলো। বাংলাদেশের কোন খেলোয়াড় ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে? এমন কোন খেলোয়ার দেখি না যিনি প্রত্যেক ম্যাচেই ভালো ব্যাটিং করবে। এটাই হচ্ছে মূল সমস্যা, যতদিন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ সমস্যা সমাধান করতে না পারবে ততদিন বাংলাদেশ ক্রিকেটে কখনোই উন্নতি হবে না। আমার মনে হয় বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়ারদের যেভাবে সুযোগ দেওয়া হয় তাতে যদি ধান ক্ষেতের খেলোয়ারদের এমন সুযোগ দেওয়া হতো তাহলে বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড়দের চেয়ে ধানক্ষেতের খেলোয়াড়রা অনেক ভালো করত।
আগামীকাল থেকে ডাকমারা লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে, যেখানে ক্যাপ্টেন নিজেই অফ ফর্মে রয়েছে সেখানে অন্যান্য খেলোয়াড়দের কাছে কি প্রত্যাশা করা যায়? লিটন, শান্ত, শামিম, হৃদয়, এদের দীর্ঘদিনের জন্য বিশ্রামে পাঠিয়ে দেওয়া উচিত, কারন এদের দলে রাখা মানে কয়েকজন খেলোয়াড় কম নিয়ে খেলা। বাংলাদেশ দল নিয়ে কিছু বলতে চাই না, বলতে গেলে কখনোই কথা শেষ করা যাবে না, আমার পক্ষ থেকে গালি ছাড়া এদের জন্য কিছু নেই।