বন্যা পরিস্থিতি কেমন আপনাদের দিকে? আমাদের দিকে হাটু পর্যন্ত পানি কিছু কিছু এরিয়াতে। মিনি কক্সবাজার টাইপ।
হ্যাঁ, আমাদের এখানেও বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে, আমাদের এখানে কিছু কিছু এড়িয়াতে নৌকা চালানো যাচ্ছে। কিন্তু আমার বাড়ি থেকে হাটবাজারে যেতে এতটা কষ্টকর নয়, কারণ আমাদের গ্রামের রাস্তাঘাট বেশ উন্নতি হয়েছে, তাই আমার জন্য এখন বন্যা হলেও বন্যার মত মনে হয় না।
কিন্তু একটা বিষয়ে মানুষকে আরো অস্বস্তি করে ফেলেছে, যেমন গত তিনদিন যাবত বৃষ্টি শুরু হয়েছে। বর্তমানে বর্ষাকাল তাই বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু টানা কয়েকদিন বৃষ্টি হলে খুবই বিরক্তকর লাগে, কারন বাড়ি থেকে বের হওয়া যায় না।
আপনি Teen Patti Gold গেইম টা প্লেস্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারেন। গেইম এর মধ্যে টিউটোরিয়াল ও আছে।
ভাই ডাউনলোড করলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না। অ্যাপসটা ওপেন করলাম এবং অনেক গেম দেখতে পেলাম এবং pokar এ ক্লিক করলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না। এখানে কি কোন ফ্রেন্ডস কে এড করে খেলতে হবে? কোন টিউটোরিয়াল পেলাম না।
আপনারা কি মার্কেট খেয়াল রাখেন? গতকাল বিটকয়েন আবারো নতুন ATH করেছে। বিটকয়েনের বর্তমান ATH $112k। অনেকেই বলে যে এই মাসে নাকী 115k - 120k মধ্যে হতে পারে। যাইহোক, এই মাসে আবারো নতুন ATH দেখতে পারবো।
আজকে আবারো মায়ের দোয়া ক্রিকেট টিম শ্রীলঙ্কার সাথে টি-২০ ম্যাচ খেলবে। আপনারা কি গালা***লি করার জন্য প্রস্তুত আছেন? যদি না থাকেন তাহলে এখনই প্রস্তুত হন।