আপনি Teen Patti Gold গেইম টা প্লেস্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারেন। গেইম এর মধ্যে টিউটোরিয়াল ও আছে।
ভাই ডাউনলোড করলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না। অ্যাপসটা ওপেন করলাম এবং অনেক গেম দেখতে পেলাম এবং pokar এ ক্লিক করলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না। এখানে কি কোন ফ্রেন্ডস কে এড করে খেলতে হবে? কোন টিউটোরিয়াল পেলাম না।

এখানে একটি ইমেজ শেয়ার করলাম, ক্লিক করলে একটা সোর্স এ নিয়ে যাবে।সেখানে পুরো টিউটোরিয়াল দেখতে পারবেন। প্রথমে সবাই বেট করবে, বেট এর জন্য Small Blind আর Big Blind থাকে যেটা ম্যান্ডাটরি ব্লাইন্ড এমাউন্ট এটা অটো সিস্টেম অথবা ডিলার আপনার থেকে নিয়ে পট এ রাখবে। তারপরে সবাই যার যার মত বেট করবে, কেও চাইলে Raise (বেস বেট এমাউন্ট থেকে বাড়িয়েও বেট করা)করতে পারে, তাহলে যারা আছে বোর্ড হয় তাকে ম্যাচ করতে হবে নাহলে ফোল্ড করতে হবে। ফোল্ড = বসে পড়া। ২জন প্লেয়ার থাকা নাগাদ খেলা চলবে মানে ওই রাউন্ড টা চলবে। ডিলার সবাইকে ২টি করে কার্ড দিবে প্রথমে, তারপর সবার বেটিং করা শেষ হলে তার কাছের ৩টি কার্ড একেবারে Show করবে। যেটাকে Flop বলে। তখন আপনি উপরের ছবির অনুযায়ি নিজের কার্ড মিলাবেন, নিজের কনফিডেন্স আর এনালাইসিস অনুযায়ি আপনি Raise করতে পারেন, অথবা চেক করতে পারেন, অথবা যদি কেও Raise করে তার সাথে ম্যাচ করতে পারেন৷ চেক = সেইফ জোন মানে কেও বাড়তি কোনো চিপ্স আর বেট না করলে ওই রাউন্ড চেক করার সু্যোগ থাকে৷ সবার বেট শেষ হলে, ডিলার ৪র্থ কার্ড শো করে যেটা কে The Turn বলে, তখন আবার আরেক রাউন্ড সবাই বেটিং করতে পারবে৷ সর্বশেষ কার্ড টা কে River বলে। অনেক সময় শেষ কার্ড টা খেলা মোড় ঘুরিয়ে দেয়। শেষ কার্ড টা শো করার পরেও কিন্তু ফাইনাল আরেক রাউন্ড বেট হয়।
আর বিজয়ী এখানে সেই হবে যার কাছে সর্বোচ্চ বড় কার্ডের কম্বিনেশন আছে। আরেকটি বিষয় হচ্ছে Straight Combination ২রকমের হতে পারে। Broadway অথবা Wheel বা Bicycle এর একটা ডিটেইলস আর্টিকেল আমি নিচে শেয়ার করতেছি -
Straight Combination
আপনারা কি মার্কেট খেয়াল রাখেন? গতকাল বিটকয়েন আবারো নতুন ATH করেছে। বিটকয়েনের বর্তমান ATH $112k। অনেকেই বলে যে এই মাসে নাকী 115k-120k মধ্যে হতে পারে। যাইহোক, এই মাসে আবারো নতুন ATH দেখতে পারবো।
সবার সাড়া তখন ই পাবেন, যখন দেখবেন অল্ট কয়েন গুলা বুম হতে শুরু করছে। ম্যাক্সিমাম এর হোল্ড এ অল্ট কয়েন ই পড়ে আছে। আর বিটকয়েন সবার অবস্থা ১২টা বাজাচ্ছে।
এসএসসি রিজাল্ট দিলো আজ।দেশের শিক্ষা ব্যবস্থার খুব ই বাজে অবস্থা। ১৪% পাশের হাড় ড্রপ করেছে গত বছরের থেকে [The Business Standards ] স্কুল গুলো তে পড়লেখার এত বাজে অবস্থা যা বলার মত না। সেদিন এক ছোট ভাই কে একটু পড়াতে গিয়েছিলাম ওর মা রিকুয়েষ্ট করেছিলো বলে। ক্লাস ৯ এর সামনে অর্ধবার্ষিক পরিক্ষা তাই৷ যখন জিজ্ঞেস করলাম সিলেবাস কোন নাগাদ শেষ হয়েছে শুনে আমার চোখ কপালে, ফিজিক্স এর ১টা চ্যাপ্টার ও শেষ করে নাই। আর বাকি সাইন্স এর বই গুলো মাত্র ২ চ্যাপ্টার করে শেষ করেছে৷ এসব শুনে খুব ই খারাপ লাগলো যে স্কুল এর টিচার রা করতেছে টা কি। সিলেবাস শেষ করে নাই ঠিক আবার তারা স্টুডেন্ট দের ছোট করেও দেয় নি সিলেবাস৷ তাদের পড়ানোর প্রতি এই উদাসিনতা দেখে খুব ই হতাশ আমি।