আপনারা কি কেউ গ্রামারলি প্রিমিয়াম ব্যাবহার করেন? করে থাকলে সেগুলো কি শেয়ার্ড? নাকি আপনারা সরাসরি গ্রামারলির ওয়েবসাইট থেকে কিনেন? সরাসরি কিনে তো আসলে পোষাবে না। আমি বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে কিনেছিলাম, সেগুলো শেয়ার্ড। কিছুদিন পর পর তারা পাসওয়ার্ড চেন্জ করে। আর ১ বছরের জন্য নিলে খরচ মাত্র ১ হাজার টাকা। সেই হিসেবে লোকালদের থেকে কিনে ব্যাবহার করাই ভালো। আপনারা কেউ যদি আরো কম দামে দিতে পারেন, তাহলে আমি নিবো। আমি একজনের কাছে থেকে আরো কমে পাচ্ছিলাম, কিন্তু ১ ডিভাইসে কেবল লগিন করা যাবে। কয়েকমাস আগে একজনের থেকে নিয়েছি, যেটা আমি দুই ডিভাইসে লগিন করে ব্যাবহার করেছি, কিন্তু তিনি কিছু বলেন নাই।
টেলিগ্রামে গিয়ে এই গ্রুপটায় হানা দেন সব প্রিমিয়াম পাবেন, (@Premium_Buy_Sell)। এটা সবথেকে বড় প্লাটফর্ম প্রিমিয়াম কেনার জন্য। ডিল করার আগে অবশ্যই এডমিন ডিল করবেন। টাকা বেশি থাকলে প্রাইভেট কিনেন না থাকলে গিভওয়ের জন্য ওয়েট করেন। ওরা ডেইলি অনেক কিছু গিভওয়ে করে, Netflix, Quilbot, Vpn, streaming platforms ইত্যাদি। দুইটা গ্রুপের মালিক, এডমিন প্যানেল সেইম। গিভওয়ে গ্রুপ: @PremiumNetworkTeam
আমার চ্যাট জিপিটি প্রিমিয়াম এর মেয়াদ আজকেই শেষ হয়ে গেলো, Microsoft Office 365 কিনেছিলাম ৬মাস এর জন্য, Copilot Included কিনা জানি না৷ আমাকে কাস্টম ডোমেইন এর মেইল দিয়েছিলো যেখানে সাবস্ক্রিপশন ইনক্লুডেড থাকে। অনেকে ইনভাইট সেল করে। যেখানে আপনাকে তাদের স্পেস/ফ্যামিলি তে ইনভাইট করবে। আর চ্যাট জিপিটি প্রিমিয়াম কিনেছিলাম নিজের কার্ড দিয়ে।
ধন্যবাদ ভাই কিনে ফেলছি ১ বছরের জন্য। Copilot ইনক্লুডেড অনেক দাম পড়ে ভাই। আমি জাস্ট office 365 নিসি, ৭০০ টাকা + ১ বছর মেয়াদ + ১ টেরাবাইট onedrive + ৫ টা ডিভাইস। হ্যাঁ ডোমেইন মেইল দিয়েই করা আমারটা। পাসওয়ার্ড চেন্জ করে দিসি।
দিনশেষে নিজের কার্ড দিয়ে কিনতে পারলে বেটার লাগতো!