Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 16/07/2025, 16:48:23 UTC
বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন।

আমি বর্তমানে Kaito Yaps এর Info-Fi এয়ার ড্রপগুলো করার চেষ্টা করছি। এখানে অনেক ভালো রিওয়ার্ড দেয় । ইভেন টেস্টনেট থেকেও ভালো রিওয়ার্ড দিচ্ছে দেখলাম।  খুব কম সংখ্যক মানুষ কে রিওয়ার্ড দেয় ৫০০-১০০০ জন তাই রিওয়ার্ড এর আমাউন্ট টা অনেক ভালো। আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সময় আছে আমি একটু দেরি করে ফেলেছি আর একমাস আগে যদি জয়েন করতাম তাহলে মোটামুটি ভালো পেমেন্টটি পেতাম। ২ মাস হচ্ছে করছি খারাপ না ২৫০$ এর মত পেমেন্ট তুলে নিয়েছি ।

বিষয়টা আমিও জানি, কিন্তু আলসেমির জন্য কোনো প্রোজেক্টে অংশগ্রহণ করি নাই। আপনি সম্প্রতি কোন প্রোজেক্ট এয়ারড্রপ পাইছেন?

আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে।

কিছুটা স্পামিং এর মত, কারণ প্রোজেক্ট নিয়ে প্রতিদিন পোস্ট করতে লাগে mindshare যেন নাহ কমে। আর যারা বেশি উত্তেজিত হইয়া যায়, তাদের অ্যাকাউন্টের সাথে অমন হইয়া থাকে।


আজকে দেখেন ইথেরিয়াম পই পই করে বৃদ্ধি পাচ্ছে মানে এলট সেশনের আভাস।

ইথেরীয়াম এমন পাম্প হচ্ছে ETF এর ক্রয়ের জন্য। খুব সম্ভবত ৩.৫ হাজারে পাম্প হবে।


এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  Grin কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই।
প্রথমে তো laszlo এখনো মরে নাই তাই তার নিজেরই এই ফোরামে আসার বিষয়টা অস্বাভাবিক কিছু না।
আর দ্বিতীয়তঃ মানুষের মন ভাই  Kiss,  অনেক সময় তো মানুষ বিয়ের পরেও এক্স এর ইনবক্স চেক করে এই ক্ষেত্রে  এত বড় কাজ ঘটাইছে এই ফোরামে সো ফোরামে তার  আবার কাম ব্যাক করা অস্বাভাবিক কিছু না।  Roll Eyes

প্রথমত আমিও বলি নাই যে, laszlo মারা গেছেন  Grin

ওনার ফোরামে ফেরত আসার বিষয়টা স্বাভাবিক এবং সবাই ওটাই ভাবতেছে। তাই আমি out of the box কিছু একটা ভাবলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ উনি যখন পিঁজাটি অর্ডার করসেন, তখন তার মেয়ে ছোট ছিলেন এবং এখন ওনার মেয়ে বড় হইছেন।


আমি বলছি না একদম একই রকম করবে তবে যেহেতু ক্যালকুলেশন অনুযায়ী বেয়ার ট্র্যাপ এর ঘটনাটি আমরা দেখতে পেয়েছি মোটামুটি সেম  ওয়েতে গিয়েছে তাই আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে।
১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।

আসলে এবারের মার্কেটের অবস্থা অন্যরকম, তাই বেয়ার ট্র্যাপ থাকলেও কয়েক মাস আগে বিটকয়েন যেমন ১১২ থেকে ১০০ এর নিছে গিয়ে পাম্প হইছে। তেমনটাই আমি বেক্তিগতভাবে আশা করতেছি, খুব সম্ভবত বিটকয়েন ১৩০ এ পাম্প হওয়ার পর বেয়ার ট্র্যাপে যাবে।