Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 17/07/2025, 20:32:44 UTC
রিভুও মাস্টার, ভাই আপনার গ্রুপ প্রাইসই ঘুরে দেখি আমি বাট কিছু কিছু কথাবার্তা টেকনিকাল জিনিস, প্রজেক্ট কিভাবে কি মাথার উপর দিয়ে যায়!

যেখানে কোনো প্রশ্ন থাকবে, সাথে সাথে জিজ্ঞেস কইরেন। আমি কিংবা অন্যরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে।

চাইলে এখানেও প্রশ্ন করতে পারেন, আমি সময় নিয়ে উত্তর দিবো  Wink


সহজ ভাবে বলতে গেলে Kaito Yaps এ অনেক প্রজেক্ট বর্তমান এ এড আছে, আপনি আপনার পছন্দ মত প্রজেক্ট নিয়ে কাজবকিরতে পারেন। জয়েন - https://yaps.kaito.ai/

রেফার লিনক দেয়া যাবে কিনা জানি না, দেয়ার রুলস না থাকলে আমি রিমুভ করে দিব। যদিও রেফার এ কোনো বেনিফিট নাই৷
রেফারাল লিঙ্ক পোস্ট করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। আপনি দ্রুত পোস্ট থেকে সরিয়ে ফেলুন।

আমিও quote করার সময়ও রিপ্লাই দিলাম।  Wink



রিসেন্ট কয়েকটা প্রজেক্ট যেরকম রিওয়ার্ড দিয়েছে
Quote
1. $Loudio - $4k (Top 1k)
2. Skate Chain - $1k - $50 (Top 1k)
3. $HOME - $1K - $9K
4. $NEWT (Magic Newton) - $1.8k -$2k Average (Top 1k)

সাধারণত যাদের ১০ - ২০ হাজারের উপড়ে ফলোআর আছে এবং KOL, তারাই বেশিরভাগ সময় লিডারবোর্ডের ১০০ তে থাকে। তাই বলবো যে, প্রোজেক্ট বিশ্লেষণ করেই জয়েন কইরেন। নইলে KOL দের প্রতিযোগিতাই সুযোগে পাবেন নাহ।