বিশেষ করে ধন্যবাদ কি আমাকে দিলেন? আমি তো কিছুই করিনি লল। এক্টিভই নাই, আবার অলোচনা।

সেটাই মনে হচ্ছে, কেমন বাংলা ফোরাম পুরাই ইন্যাকটিভ, আমার পর পর দুইবার পোস্ট করা লাগলো ইন্যাকটিভ সবাই এতই
সবারই সেইম অবস্থা ভাই। ওয়েদার অনেক খারাপ এদিকে! সারাদিন মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তার উপর আবার নেটওয়ার্ক, কারেন্ট, ওয়াইফাই জনিত সমস্যা তো আছেই। হালকা বাতাস দিলেই তার ছিড়ে, খাম্বা পড়ে, বিদ্যুৎ অফিসে ঠাডা পড়ে। সো অন্তত নিম্নচাপ টা শেষ হওয়া অব্দি ইভেন্টটা হোল্ডে রাখুন।
আমাদের বাংলা ফোরাম এ ইউজার সেরকম নেই, ফ্রেন্ডলি ম্যাচ এ আশা করছি কেও মাল্টিপল এন্ট্রি নিবেন না প্রাইজ পুল এর আশায়।
আমাদের চেনা পরিচিত তারা তো আছেই, সাথে নতুনরা জয়েন করলে সমস্যা দেখিনা। তবে একটা এক্সসেফশন রাখুন, যারা আপনার ইভেন্ট পোস্টের (প্রথম পোস্ট যেদিন করছিলেন) পরে একাউন্ট করছিলো তাদের বাদ দিয়ে দিন। বাঙালি চোরের জাতি! চিট করতে চাইলে সবভাবে করতে পারে।