হয়তো আমার শেখার জন্য আরও কিছু দিন সময় লাগবে। তবে আমি সময় বের করে শেখার চেষ্টা করতেছি, হয়তো এ রাউন্ডে না হয় পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে অংশ গ্রহন করতে পারতো।
শুনে ভালো লাগলো যে আপনি খেলা টা শেখার চেষ্টা করছেন। সম্ভবত সামনের সপ্তাহে আমরা শুরু করতে পারি। পর্যাপ্ত সময় আছে আমি মনে করি।
Mahiyammahi ভাইজান আপনি যদি এই খেলাটা সম্পূর্ণ রকম ভালোভাবে বুঝে থাকেন তাহলে একটু আমাদের দুই জনের সাথে যোগাযোগ কইরেন একদিন রাত্রে তিন জনে বসে টেস্ট করব নি, বসার জন্য আবার আপনার আমার কাছে আসতে হবে না মনে করেন একটা গেমস যেখানে ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় সেইখানে এড করবেন এবং আমাদের ধইরা ধইরা গেমটা খেলা শিখাইলেন?
সেরকম সময় হয়ে উঠছে না তবে আপনি আমার এই পোস্ট টি ফলো করতে পারেন, আর অনলাইনে ফ্রি পোকার খেলার অনেক এপ্স পেয়ে যাবেন।
এখানে একটি ইমেজ শেয়ার করলাম, ক্লিক করলে একটা সোর্স এ নিয়ে যাবে।সেখানে পুরো টিউটোরিয়াল দেখতে পারবেন।
যেমন, কিভাবে খেলতে হবে? কখন ফোল্ড করবো? কখন চেক দেওয়া লাগে? কিভাবে বেট ধরা লাগে?
কিভাবে খেলতে হয় বেসিক রুলস গুলো আমি শেয়ার করেছিলাম। যদি আপনি কনফিডেন্ট না থাকেন যে আপনি সেই রাউন্ড এ জিতবেন তাহলে আপনার ফোল্ড করা উচিত। চেক দেয়া মানে হচ্ছে আপনি টেবিল এ নতুন করে কোনো বেট করছেন না, যা আছে তাতেই খুশি। সাধারনত এটা করি তখন, যখন হাতের কার্ড গুলো খুব একটা ভালো থাকে না, তাই অযথা বেট করে চিপ্স নষ্ট যেনো না হয়। আবার অনেকে এটার ফায়দা লুটে, যদি বুঝতে পারে অপোনেন্ট এর কাছে ভালো কার্ড নেই তাহলে সে নিজের কাছে ভালো কার্ড না থাকা সত্বেও বেট রেইস করে। যাতে অপনেন্ট ফোল্ড করে। অনেকটা অপনেন্ট এর মাইন্ড রিড করার মত৷
যাইহোক, আমি আরও একটি প্রশ্ন করতে চাই, যেমন কিভাবে পোকার আয়োজন করবেন? কোন নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে? না ওয়েবসাইটের মাধ্যমে? মানে আমরা কিভাবে এখানের সবাই একত্রে খেলতে পারবো? এসব বিষয়ে ধারনা দিলে বেশ ভালো হতো। এখানে সবাই তো এক টেবিলে থাকবে নাকী? এক সাথে কতজন মিলে খেলা যায়? Mahiyammahi ভাই এই সব বিষয়ে বুঝিয়ে দিলে ভালো হতো।
পোকার টা হোস্ট করবো Pokernow Website এ, ম্যাচ শুরুর আগে রেজিস্ট্রেশন লিনক ওপেন করে দিব। আর ম্যাচ শুরুর ৫ মিনিট আগে সেই পেজ এ চলে আসবেন। ম্যাচ শুরু হয়ে যাবে।জ্বি সবাই একত্রে খেলতে পারবো, এক টেবিল এ ম্যাক্স ৭ জন, তাই পারটিসিপেন্ট বেশি হলে মাল্টিপল টেবিল হবে
বিশেষ করে ধন্যবাদ কি আমাকে দিলেন? আমি তো কিছুই করিনি লল। এক্টিভই নাই, আবার অলোচনা।

সেটাই মনে হচ্ছে, কেমন বাংলা ফোরাম পুরাই ইন্যাকটিভ, আমার পর পর দুইবার পোস্ট করা লাগলো ইন্যাকটিভ সবাই এতই
আমি এই poker event টি তে অংশগ্রহণ করতে চাই। যদিও এর আগে আপনাকে mention করছিলাম। যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আগ্রহী।
জ্বি অবশ্যই আপনি জয়েন করতে পারবেন। আমাদের সাথেই থাকুন আর ফোরাম এ একটু এক্টিভ থাকুন৷
আমাদের বাংলা ফোরাম এ ইউজার সেরকম নেই, ফ্রেন্ডলি ম্যাচ এ আশা করছি কেও মাল্টিপল এন্ট্রি নিবেন না প্রাইজ পুল এর আশায়।