আগের পোস্টে কি সংশয় এখানেও এড করা হয়েছে।
9. স্বয়ংক্রিয় অনুবাদ, কপি-পেস্ট করা কনটেন্ট, বা অন্যের আইডেন্টিটি ব্যবহার নিষিদ্ধ।
10. অযাচিত ব্যক্তিগত বার্তা, কৃত্রিমভাবে পণ্য bump করা, NSFW avatar ব্যবহার নিষিদ্ধ।
এই নিয়মগুলো মেনে চললে ফোরামে নিরাপদে থাকা এবং একটি বিশ্বাসযোগ্য সদস্য হিসেবে গড়ে ওঠা সহজ হয়।
➥ আরো কিছু গুরুত্বপূর্ন টপিক:
1. বিটকয়েনটক গাইড
2. গুগল প্লে স্টোরে ভুয়া অ্যাপ সম্পর্কে সতর্কতা
3. অফিসিয়াল ওয়ালেটের ডাউনলোড লিঙ্ক।
এবং DYING_SOUL ভাই আপনার পোষ্টের পাশাপাশি Shishir নামের এক ভাইয়ের একটা সাজানো পোস্ট পেয়েছিলাম সেগুলোর একটু দেখলাম এবং ওই ভাইয়ের একটা ডিজাইন খুবই সুন্দর লাগছে যার কারণে তার ডিজাইন নিয়ে আমি নিজেই একটা ডিজাইন পোস্ট কইরা ফালাইছি। Shishir ভাইয়ের পোস্টগুলো অনেক সুন্দর ছিল। আপনারা সবাই অনেক হেল্পফুল পার্সন এটা খুবই ভালো লাগছে এখানে এসে।
┏━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┓
┗━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┛
বর্তমানে বটটি দুইটি মেসেজিং প্লাটফর্ম সাপোর্ট করে। ১. Telegram ২. SimpleX। আপনার যেটা সুবিধা হয় সেটা ইউজ কইরেন।
ভাই ধন্যবাদ আপনার পোষ্টের পর থেকে আমি টেলিগ্রাম বট সেটাপ করতে সক্ষম হয়েছে এবং কয়েকটা থ্রেড ট্র্যাক করে রেখেছি যেগুলোর আপডেট পাচ্ছি টেলিগ্রামের মাধ্যমে এটা খুবই সুন্দর এবং ফোরামে না থাকলেও টেলিগ্রামের মাধ্যমে নোটিফিকেশনগুলো আমাকে জানিয়ে দিচ্ছে আপডেটগুলো।
ধন্যবাদ আপনাকে পোকার এ আগ্রহী হওয়ার জন্য, আপাতত ভাইয়া নতুন কোনো স্পন্সর নিতে চাচ্ছি না একটু ঝামেলা হয়েছে। আশা করি টুরনামেন্ট এ অংশগ্রহন করবেন।
আজ অথবা কালকের মধ্যে এনাউন্সমেন্ট করবো
ঠিক আছে ভাই গেম পাবলিশ করলে সেটাই অংশগ্রহণ করব অবশ্যই। আর পরবর্তী সময় যদি সুযোগ থাকে তাহলে স্পন্সরের বিষয়টা দেখব।