খারাপ শুনতে মনে হলেও আমাদের লোকাল সেকশনের জন্য আপনার এই হিসাব প্রযোজ্য হবে না। এর পিছনে বেশ কয়েকটা কারন আছে। মেইন কারন হলো মেরিট এবিউস। পূর্বে এটা নিয়ে অনেক ড্রামা হইছে, এখনো হয়। এজন্য লোকালে ঐভাবে মেরিট ট্রানজেকশন হয় না। বাকিদের কথা জানিনা বাট আমি নিজে চেষ্টা করি অসম্ভব ভালো পোস্ট না হলে মেরিট না দেয়ার জন্য। এজন্য দেয়ার মতো পোস্ট থাকলেও দেইনা, আবার যদি কারো খারাপ রেপুটেশন থাকে তাহলেও এভয়েড করি। লোকালে মেরিট দেয়া নেয়া নিয়ে যে মারামারি কামড়াকামড়ি হয় তা আমার পছন্দ না। এজন্য আমি যদি দরকার হয়, যদি দেয়ার মতো হয়, যদি আরো মেম্বার (গ্লোবাল) দিয়ে থাকে, যেমন আপনি গ্লোবালে একটা টুলস্ পোস্ট করছেন, এমন পোস্টে মেরিট দেই। আই গেস আমার মতো অনেকেই এমন কাজ করে। যদিও আমি গরিব, বর্তমানে একটা এসমেরিটও নাই স্টকে।
সো বুঝতেছেনই। এফোর্ট এর ব্যাপারটা ঐভাবে গোনায় ধরতে পারতেছেন না এখানে। মানুষ অনেকসময় ইচ্ছা করে বিরত রাখে নিজেকে এখানে মেরিট দেয়ার থেকে। তার থেকে ভালো গ্লোবালে কোনো ভালো পোস্টে যেখানে অনেকে দিসে সেখানে দিয়ে আসে।
বিষয়টা আমাদের জন্য খুবই হতাশার। তুমি যেমনটি বলেছ লোকালে ওইভাবে মেরিট ট্রানজেকশন করোনা আমি নিজেও আগে যেমন ভাবে দিতাম তার চাইতেও অনেক কমিয়ে দিয়েছি জাস্ট এইটার জন্য যে গ্লোবালে কিছু কিছু মেম্বার যে ড্রামা করে যার সাথে যার কানেকশন রয়েছে বা অপব্যবহার করেছে তাকেও ট্যাগ দেয় আবার যারা অপব্যবহার করে নাই তাদেরকেও ট্যাগ দেওয়া হয়।
আর বিষয়টা হতাশার কেন বললাম কারণ মেরিট মূলত ব্যবহারকারীদের অনুপ্রেরণা করে আরো ভালো পোস্ট করার জন্য সেখানে যদি ভালো পোস্ট করার পরেও বা টেকনিক্যাল কিছু শেয়ার করার পরেও ব্যবহারকারীরা মেরিট পায় না তখন তারা অন্যদিকে যেখানে ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে মেরিট রয়েছে সেই দিকেই বেশি ফোকাস করে। আর এর ফলে দেখতে পাবে কি আমাদের লোকাল কমিউনিটি এর অ্যাক্টিভিটি ধীরে ধীরে আরো কমে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে। আর এই বিষয়টা আমার নিকট আসলেই হতাশাজনক, পুরো একটা দেশ বা কমিউনিটি কিছু কিছু ড্রামাবাজ এবং সেইসাথে কিছু কিছু অপব্যবহারকারীর কারণে পিছিয়ে পড়ছে কারণ দোষ আমাদের কমিউনিটির কিছু লোকজনেরও রয়েছে কারণ এরা একাউন্ট তৈরি করে মাল্টিপল চালায় কিন্তু এদের হজম শক্তি সম্পর্কে এদের নিজেদেরই জানা নাই যে এইটা হজম করতে পারবে কিনা।

যাই হোক আমাদের বাংলাদেশ বোর্ড এর বিষয়টা অনেকটা এমন আমাদের লাভ-লস নাই আমাদের পুরা জীবনটাই লস
https://media.tenor.com/egArDJckaDEAAAAM/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD.gif