Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 23/08/2025, 20:41:17 UTC
আবার গেলাম ড্রপ শিপিং করতে, দেখি পেমেন্ট গেটওয়ে নিয়ে এত প্যারা। বাংলাদেশ এ জন্ম হয়ে ভুল হয়ে গেছে।

আমার ফ্লাটমেট shopify developer আর ও ড্রপশিপিং বিজনেস একটা ক্লায়েন্টের জন্য পরিচালনা করছিলো এবং সেটির সময় সে ড্রপশিপিং এর বিষয়ে অনেক কিছু নিয়েই রিসার্চ করেছে। তার সাথে আমার আলোচনার সময় সে বলেছিলো যে, পেমেন্টের ঝামেলা দূর করার উপায় হইলো US কিংবা UK এর Business license কেনা। বিভিন্ন এজেন্সি আছে যারা আপনাকে এটি করে দিবে। এরপর আপনি চাইলে stripe, paypal, mercury ইত্যাদি পেমেন্ট গেটওয়ের একাউন্ট করতে পারবেন এবং কোনো পেমেন্ট ঝামেলায় পরতে হবে নাহ।

সহজ কথায়, আপনি বাংলাদেশে থেকে সেসব দেশের সকল তথ্য পেয়ে যাবেন, শুধুমাত্র security code ছাড়া। ভেরিফিকেশনেরও কোনো সমস্যা নেই। চাইলে এটি ব্যবহার করে আবার ড্রপশিপিং এ ফেরত যেতে পারেন।  Wink

ভাই আমার একটা প্রশ্ন ছিলো। আপনারা কে কোথা থেকে P2P করে ডলার টাকায় নেন? আর কোথায় কেমন রেট পান? আমি নরম্যালি ১২৬.৫-১২৭ রেটে সেল করে দেই। এর থেকে বেশি কি কোথাও পাওয়া যায়?

আপনি ব্যাংকের জন্য ১২৬.৫-১২৭ করে পান নাকি বিকাশ অথবা নগদে গেটওয়ের জন্য এমন রেট পান। যদি বিকাশ কিংবা নগদের জন্য হয়, তাহলে রেট খারাপ নাহ। আর ডলারের রেট সবসময় এক রকম থাকে নাহ, বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে কম-বেশি হয়ে থাকে।