Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 24/08/2025, 21:00:08 UTC
আপনি ব্যাংকের জন্য ১২৬.৫-১২৭ করে পান নাকি বিকাশ অথবা নগদে গেটওয়ের জন্য এমন রেট পান। যদি বিকাশ কিংবা নগদের জন্য হয়, তাহলে রেট খারাপ নাহ। আর ডলারের রেট সবসময় এক রকম থাকে নাহ, বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে কম-বেশি হয়ে থাকে।

ভাই আমি বিকাশ বা নগদে পিটুটি করি সবসময়। ব্যাংকে একটু ঝামেলা মনে হয় আমার। কি ঝামেলা সেটা ভালো করেই জানেন আপনি। বিকাশে যখন ইচ্ছা যা মন চাচ্ছে ঢুকাচ্ছি বের করতেছি! বাট ব্যাংকে ইচ্ছেমতো ঢোকানো রিস্ক আমার মতে। যেহেতু ক্রিপ্টো, তাই সোর্স দেখানো পেরা। আবার নাকি ট্যাক্সের ডকুমেন্টের কাহিনি আছে।



চিন্তা করেছিলাম বাসার কাছেই একটা চার রাস্তার মোরে দুই একটা দোকান মিলিয়ে সুপার শপ এর মতন করব, কিন্তু তারপর ভেবে দেখলাম এমনিতেই লাভের গুড় পিঁপড়ায় খাবে তার উপর আর ছয় থেকে এক বছরের মধ্যে সেখানে স্বপ্ন এর আউটলেট খুলতে পারে তাই এই  রিস্ক নেওয়ার মতন চিন্তাভাবনা আর বর্তমানে নিতাছি না।
আরেক চিন্তা ভাবনা করেছিলাম মেডিসিনের দোকান দিতে, কিন্তু লোক দিয়ে এখানে পোষাবে না, এখন কি বিজনেস করবো এটাই মাথায় আসেনা, যা টাকা কামাই করি তার বেশিরভাগই ভেঙে ফেলা হয়

যদি গ্রাম সাইডে থাকেন তাহলে সপ দিতে পারেন। বাট শহরে দিলে পোষাবে না। আমাদের এখানে (মেইন শহরে) প্রতি ১০ মিনিট পরপর স্বপ্নের আউটলেট। যেখানেই যাবেন স্বপ্ন দেখবেন।
মেডিসিনে কি জানি কোর্স লাইসেন্স নাকি করা লাগে? যেকোনো কেউ চাইলে করতে পারবে?

Quote
আমি এ পর্যন্ত p2p ট্রেডিং kucoin and binance এ  করেছি, কিন্তু kucoin  এর থেকে বাইনান্স এ রেট ভালো পাওয়া যায়। আমি মূলত মাসে একবার করে ডলারগুলো সেল দেই, এটাতে ট্রানজেকশন কম হয় মানি লন্ডারিং এর মামলায় ফাঁসার থেকে দূরে থাকার জন্য।
যাই হোক একটা কথা জানার ছিল আপনারা কে কিভাবে আয়কর রিটার্ন দিচ্ছেন?

আপনি কত রেট পান? এক্সাক সংখ্যা বলেন। এই লনডারিং এর কাহিনির জন্য আমি ব্যাংকে টাকা নেইনা!

আপতত এক লেডি মারচেন্ট রে পটায় রাখছি। তিনি অনেক ভালো রেট দেন। ১২৬.৭-১২৭। আমারে খালি  নক করে বলে ডলার লাগবে, ডলার দাও, অডার দাও, লল।

এই ট্যাক্স রির্টানের জন্য আমি ইচ্ছা করেই ব্যাংক একাউন্ট খুলি নাই।