চিন্তা করেছিলাম বাসার কাছেই একটা চার রাস্তার মোরে দুই একটা দোকান মিলিয়ে সুপার শপ এর মতন করব, কিন্তু তারপর ভেবে দেখলাম এমনিতেই লাভের গুড় পিঁপড়ায় খাবে তার উপর আর ছয় থেকে এক বছরের মধ্যে সেখানে স্বপ্ন এর আউটলেট খুলতে পারে তাই এই রিস্ক নেওয়ার মতন চিন্তাভাবনা আর বর্তমানে নিতাছি না।
আরেক চিন্তা ভাবনা করেছিলাম মেডিসিনের দোকান দিতে, কিন্তু লোক দিয়ে এখানে পোষাবে না, এখন কি বিজনেস করবো এটাই মাথায় আসেনা, যা টাকা কামাই করি তার বেশিরভাগই ভেঙে ফেলা হয়
যদি গ্রাম সাইডে থাকেন তাহলে সপ দিতে পারেন। বাট শহরে দিলে পোষাবে না। আমাদের এখানে (মেইন শহরে) প্রতি ১০ মিনিট পরপর স্বপ্নের আউটলেট। যেখানেই যাবেন স্বপ্ন দেখবেন।
মেডিসিনে কি জানি কোর্স লাইসেন্স নাকি করা লাগে? যেকোনো কেউ চাইলে করতে পারবে?
সমস্যা হইলো বাসা শহর সাইডে, কিন্তু আমাদের এরিয়াতে এখনো স্বপ্নের আউটলেট খুলেনি চিন্তা করলাম যদি নিয়েও থাকি আর ৬ থেকে ১ বছরের মধ্যে খুলে ফেললে তখন তো লস খাবো।
আর হ্যাঁ ভাই মেডিসিনের দোকান করতে হলে ড্রাগ লাইসেন্স লাগে আর সেখানে তিন মাস না ছয় মাসের একটা কোর্স দেখাতে হয় মানে একটা কোর্স অবশ্যই করতে হবে, যদিও বাংলাদেশে কোর্স না করেও সার্টিফিকেট পাওয়া যায়।
বিষয় আসলে এটা না আমি মূলত লোক রেখে দোকান চালাতে চাই কারণ সেটা থাকলে আমার সাইড আর্নিং, কিন্তু আশেপাশের যাকেই বলি সে বলে নিজে থেকে করতে হবে তাহলে প্রফিট করতে পারবে না হলে পারবে না।
আপনি কত রেট পান? এক্সাক সংখ্যা বলেন। এই লনডারিং এর কাহিনির জন্য আমি ব্যাংকে টাকা নেইনা!
আপতত এক লেডি মারচেন্ট রে পটায় রাখছি। তিনি অনেক ভালো রেট দেন। ১২৬.৭-১২৭। আমারে খালি নক করে বলে ডলার লাগবে, ডলার দাও, অডার দাও, লল।
এই ট্যাক্স রির্টানের জন্য আমি ইচ্ছা করেই ব্যাংক একাউন্ট খুলি নাই।
ডলার রেট কি সব সময় এক থাকে যে এক্সাক্ট কোন সংখ্যা বলবো? যাই হোক গত ২-৩ দিন আগে ডলার সেল করেছিলাম ৳126.67 রেটে এখন একটু বাড়তি দিয়ে দেখতে পাচ্ছি।
যেহেতু তুমি বললা আমি কত রেটে ডলার সেল করি তাই এই বছরে কত কত রেটে ডলার সেল করেছি এটার একটা ডকুমেন্টস দেখালাম-

আমিও তো বর্তমানে ব্যাংকের কাজ সব বাদ দিয়ে দিয়েছি বাট একটা সেভিংস খুলেছি সেখানে কিছু ডিপোজিট করতে হয় প্রতি মাসে এবং সেই সাথে সাথে মাঝেমধ্যে ব্যাংক ট্রান্সফার করা লাগে ধরো এক দুই লাখ টাকার ট্রানজেকশন করতে গেলে তখন ব্যাংকই আসল ভরসা।
এখন বর্তমানে বিকাশ একাউন্টে টাকা ঢুকাই কারণ ব্যাংক থেকে আমাকে অলরেডি স্টেটমেন্ট দিতে বলেছিল আমার আরনিং সোর্স এর। কিন্তু আমার কথা হল বিকাশ একাউন্টে কি কোন হিসাব নাই? ধরো তুমি মাসে কয়েক লাখ টাকা ট্রানজেকশন করলা তাহলে এটার কি কোন স্টেটমেন্ট দিতে হবে না?