০১) Binance তাদের Hodlers airdrop এ Berachain এর প্রজেক্ট Dolomite (DOLO) কে ঘোষণা দিয়েছে। যারা ০৩ আগষ্ট থেকে ০৬ আগষ্টের মধ্যে Simple Earn কিংবা on-chain yield এ BNB কে ব্যবহার করে অংশগ্রহণ করেছে, তারা এই এয়ারড্রপের জন্য eligible:
https://www.binance.com/en/support/announcement/detail/2742ed6ae1034444875f397c7d4e6781০২) Metamask তাদের প্লাটফর্মে Social Login অপশনটি চালু করলো, এতে যেকোনো web2 ব্যবহারকারী তাদের google কিংবা apple id দিয়ে সহজেই ওয়ালেট খুলতে পারবে এবং একই সোস্যাল একাউন্ট ব্যবহার করেই সেই ওয়ালেট পুনুরুদ্ধার করা সম্ভব:
https://metamask.io/news/introducing-metamask-social-login০৩) Google তাদের নিজস্ব ব্লকচেইনের ঘোষণা দিলো এবং এটি বর্তমানে closed testing এ রয়েছে। মূলত stablecoin মার্কেটে নিজেদের জায়গা দখল করতেই এমন সিদ্ধান্ত, কেননা গত একবছরে stablecoin এর লেনদেন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছ:
https://cloud.google.com/startup/beyond-stablecoins
Michael Saylor আগেই বিটকয়েন ক্রয়ের টু্ইট করেছে এবং আজকের সুখবর হলো, গতকালকে ETF এর ভালো পরিমাণে Inflow হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে, কখন আবার সবাই bullish অনুভব করবে এবং মার্কেট আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে।
গতকাল মার্কেট লাল ছিলো, BTC $১০৮k নেমেছিলো, কিন্তু গতকাল থেকেই কিছুটা বাড়তে শুরু করেছিলো, আজকে প্রায় $১১২k কাছাকাছি এসেছিলো, বর্তমানে $১১১ মধ্যে রয়েছে। মার্কেট মুভমেন্ট এতটা ভালো মনে হচ্ছে না, মনে হয় না আবারো বড় ধরনের পাম্প করবে। আপনার কি মনে হয় বড় ধরনের পাম্প করবে, নতুন ATH এর দিকে যাবে?
আসলে ১০৮ হাজার নাহ, বরং ১০৮.৭ হাজার দেখলাম। আর মার্কেট কালকে বৃদ্ধি পেয়েছে, তার একটি কারণ সবাই এখন কিছুটা bullish হচ্ছে, কেননা ETF এর Inflow হয়েছিলো। এমনকি আজকেও ETF এর Inflow হয়েছে এবং এর মানে হইলো যে, বড় বড় কোম্পানিগুলো বিটকয়েন কিংবা ইথিরিয়াম ETF এর মাধ্যমে ক্রয় করতেছে কিংবা ক্রয়ের পরিমাণটা বেশি।
এভাবে সামনের কিছুদিন যদি ETF এর Inflow হইতে থাকে, তাহলে মার্কেট অবশ্যই আবার বৃদ্ধি পাবে। তার চেয়ে বড় কথা, Jim Cramer টুইট করে বলেছে যে এখনো ক্রয় করার সময় হয়নি। আর ইতিহাস সাক্ষী Jim Cramer যা বলে তার বিপরীত হয় এবং এটিও সকল ক্রিপ্টো ট্রেডারদের কাছে ভালো খবর যে, মার্কেট এখান থেকে বৃদ্ধি পেতে পারে। আর টুইটের পর অবশ্য আমরা মার্কেটে কিছুটা হলেও বৃদ্ধি হইতে দেখেছি।
বাকি এখন দেখা যাক, সামনের দিনগুলো কি হয়। তবে আমি আশাবাদী যে, মার্কেট এখান থেকে বৃদ্ধি পাবে। যেমনটা আমি আমার গত কিছু পোষ্টে ইতিমধ্যে উল্লেখ করেছি।

আবারও বলবো, সকলে বিশ্লেষণ করার পরই নিজেদের ট্রেড নিয়ে, বিশেষ করে অল্টকয়েনের ক্ষেত্রে।

ভাই আমি আর আপাতত অল্টকয়েনে ট্রেড করতে চাই না, অনেকবার ধরা খেয়েছি, কয়েকটা কয়েন চিরকাল ধরে রাখলেও মনে হয় না রিকোভার করা সম্ভব হবে।
"Don't marry with your hodlings" - ইংরেজিতে এমন একটি প্রবাদ কিংবা কথা রয়েছে। সত্যি বলতে বিটকয়েন এবং ইথিরিয়াম ছাড়া বাকি কোনো অল্টকয়েনের সাথে আপানার বিবাহের সম্পর্ক মানে আজীবনের জন্য হোল্ড করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সবসময় মূল বিনিয়োগটা বের করে নিবেন এবং এরপর অবশিষ্ট হোল্ডিং থেকে ট্রেড করে লাভ বের করতে থাকবেন। তাহলে দেখবেন যে, আপনি অল্প অল্প লাভ করলেও মাস কিংবা বছর শেষে আপনার সর্বপরি লাভের পরিমাণ বেশি হবে।
তাই কিছু অল্টকয়েনে ট্রেড নিয়ে ২ কিংবা ৫ গুণ পাওয়ার থেকে নিয়মিত অল্প অল্প পরিমাণের লাভে ট্রেড নেন। বাকি আপনারা ভালো যা মনে করেন এবং সবসময়ের মতো বলবো, অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার চেয়ে, গরিব থাকায় ভালো।

কিন্তু, আমি ইথেরিয়াম কিছুটা কেনার চেষ্টা করবো, আমার মনে হয় বিটকয়েনের দান কিছুটা বাড়লে ইথেরিয়ামের দামও ভালোই বাড়তে পারে।
ইথিরিয়ামরে দাম সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। বিটকয়েনের জন্য যেমন Michael Saylor এর Strategy রয়েছে, যারা বিটকয়েন ক্রয় করে treasury এর জন্য, তেমনি ইথিরিয়ামের জন্য রয়েছে Sharplink , যারা ইথিরিয়াম ক্রয় করে।
Sharplink গতকালকেই আবারও ৫৬,৫৩৩ ইথিরিয়াম ক্রয় করেছে এবং সামনের দিনগুলোতেও তারা এভাবে treasury এর জন্য ক্রয় করতে থাকবে। তাই আশা করা যায়, ইথিরিয়ামের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে।

[quote link=topic=631891.msg65738266#msg65738266 date=1756259788]
কয়েকদিন আগে ইথেরিয়াম কিনেছিলাম, আমার লক্ষ্য ছিলো নতুন ATH হলে সেল করার, দামও প্রত্যাশা অনুযায়ী হয়েছিলো তাই সেল করেছিলাম। ভাই আপনি কোন কয়েকগুলোর উপর ট্রেড নিয়েছেন বা পরিকল্পনা করেছেন?
[/quote]
প্রথমেই অভিনন্দন যে, আপনি ইথিরিয়ামে ট্রেড করে ভালোই লাভ করতে পেরেছেন। আমি বলবো, ইথিরিয়াম ক্রয়ের পর শুধু শুধু ওয়ালেট কিংবা এক্সচেঞ্জে হোল্ড নাহ রেখে, বিভিন্ন টোকেনবিহীন LRT/LST প্রজেক্টগুলোতে ইথিরিয়াম restaking করতে, তাহলে আপনার হোল্ডও করা হবে এবং এয়ারড্রপ ফার্মিং করা হবে।
বর্তমানে আমি অল্টকয়েন তেমন ট্রেড করি নাহ, কিন্তু MNT টোকেনটিতে নজর রাখেন । কারণ Bybit এক্সচেঞ্জটি MNT কে তাদের এক্সচেঞ্জে নিজস্ব টোকেনের মতো ব্যবহার করবে, যেমনটা Binance এর জন্য BNB টোকেন। যদিও আগে থেকেই Mantle (MNT) প্রজেক্ট এবং Bybit এক্সচেঞ্জের সম্পর্ক রয়েছে। কিন্তু কিছুদিন আগে তারা এটি officially ঘোষণা দিয়েছে। তাই সামনের দিনগুলোতে MNT কিংবা Mantle চেইনের যেগুলো ভালো প্রজেক্ট রয়েছে, সেগুলোতে ভালো পরিমাণের pump ও dump দেখতে পারবেন। এখন সবকিছু আপনাদের বিশ্লেষণের উপর এবং কি সিদ্বান্ত নিবেন তার উপর।
