Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 28/08/2025, 19:19:19 UTC
সবচেয়ে ভালো হয়, ওই একাউন্টটা বন্ধ করার পর নতুন করে আর একটি নিজের একাউন্ট তৈরি করা। আর যেই ব্যাংক বেশি কাগজপত্র চাইবে, সেখানে একাউন্ট খোলাই দরকার নাই। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন business একাউন্ট খোলে তখন ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র চায়। তাই ভালো সাধারণ একাউন্ট খুলবেন, কিন্ত বলবেন যে, সাধারণের মধ্যে যেটি এটিএম দিয়ে লাখে প্রতিদিন টাকা তুলা যায় সেটির একাউন্ট করে দিতে।
সমস্যা তো ভাই এখানেই যে আমার মনে হয় না বর্তমানে এমন কোন ব্যাংক রয়েছে যারা একটি জেনারেল একাউন্ট খোলার জন্য কাগজপত্র চায় না বিশেষ করে আর্নিং সোর্স তাদেরকে দেখাতে হয়, এখানে হোক কর্মজীবী, হোক ব্যবসায়ী অথবা ফ্রিল্যান্সার। আর নয়তো কোন কাগজপত্র দেখাতে হবে না যদি আমরা স্টুডেন্ট একাউন্ট খুলি। 
আর বর্তমানে যেসব টপ লেভেলের ব্যাংকগুলো রয়েছে তারা সব দিক থেকে  করা করি চালু করতেছে একাউন্ট খোলার বিষয়এ।

এটি সম্পূর্ণ নির্ভর করে যে, আপনি কেমন ধরনের এলাকায় রয়েছেন যেমন রাজধানী নাকি বিভাগ নাকি জেলা নাকি বেশিরভাগ মানুষের মতোই উপজেলা পর্যায়। উপজেলা এবং জেলা পর্যায়ে তেমন কোনো কিছু লাগে নাহ, আপনি যাবেন জিঞ্জেস করবেন যে কি কি কাগজ লাগবে। যদি কোনো পেশার কাগজপত্র নাহ চায়, তাহলে একাউন্ট করবেন এবং ওসবের কাগজ চাইলে কেটে পড়বেন।

আর আপনাকে সেরা ব্যাংকেই কেন একাউন্ট করতে হবে। আগে দেখেন কোন ব্যাংকের এটিএম আপনার কিংবা সকল এলাকায় কম বেশি আছে এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার বেলায় কোন ব্যাংক কেমন সুবিধা দিতেছে। এরপরই ব্যাংকে একাউন্ট খুলুন, যেখানে কিছুটা দ্বিধায় পড়েন সেই ব্যাংক থেকে দূরে থাকুন। আর student account খোলা থেকে দূরে থাকুন , কেননা ওটায় কাগজ লাগবেই হোক আপনার কিংবা nominee এর এবং নির্দিষ্ট পরিমাণের বেশি লেনদেনে কোনো কথা ছাড়াই যেকোনো ব্যাংকই একাউন্ট বন্ধ করে দিবে। 


Quote
ফ্রিল্যান্সারদের তো কোনো প্রকার ট্যাক্স রিটার্ন জমা করতে লাগে নাহ, তাহলে তো এটির প্রশ্নই আসে নাহ। বরং সরকার এবং ব্যাংকগুলো আপনাকে incentive দিবে যদি আপনার ইনকামের মাধ্যমগুলোর বিস্তারিত কাগজপত্র ব্যাংকে জমা দেন।
তাহলে আমার কথা হল ব্যাংক কিভাবে বুঝবে আমি ফ্রিল্যান্সার? আমার কাছে যদি ফ্রিল্যান্সার কার্ড না থাকে বা আমি যদি ডকুমেন্ট না দেখাতে পারি তাহলে কিভাবে আমরা এই ধরনের সুবিধা গুলো ভোগ করব?

এটার উত্তরও সহজ, ফ্রীল্যান্সারদের ব্যাংকে টাকা বাহিরের দেশ থেকে আসে।এখন যদি আপনি ভাবেন যে, আমরা তো p2p তে বিক্রি করি এবং এটি তো কোনোভাবেই বাহির থেকেই আসে নাহ?

এটারও হিসাব সহজ, সবাই যে বাহিরের ক্লায়েন্টের কাজ করবে এমন তো নাহ এবং ব্যাংকারা জানে যে, অনেকে দেশীয় ক্লায়েন্টের কাজ করে। আর ওই দেশি ক্লায়েন্টগুলো মূলত শুধু কাজ সংগ্রহ করে এবং দেশি পোলাপান দিয়ে কাজ করায় নেয়। এইজন্যই বলেছিলাম যে, আপনি একজন নির্দিষ্ট বায়ারের সাথে লেনদেন করিয়েন।  Grin