ভাই কার্ড ছাড়া কিভাবে কার্ড পেমেন্ট করবো কারো কোনো আইডিয়া আছে? প্রথমত আমার কোনো ফিজিক্যাল কার্ড নাই, আর ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড কিভাবে কাজ করে বা কোথায় পাবো বুঝতেছিনা, জানিনা। আর ভার্চুয়াল কার্ডে KYC করা লাগবে কিনা! পেমেন্ট এমাউন্টটা ভালোই বড়, আর কার্ড ছাড়া অন্য কোনো মেথড দেখতেছিনা আপাতত। আমি মূলত একটা এপস্ এর সাবক্রিবপশন কেনার ট্রাই করতেছি।
ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কোনো লাভ নাই, কারণ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নিয়মকানুন এবং সেই কার্ডটি সব জায়গায় পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতেই পারবেন নাহ। তার চেয়ে ভালো ভার্চুয়াল কার্ড কিংবা গিফট কার্ড ব্যবহার করেন। আর যদি পারেন wise একাউন্ট করতে পারেন, কারণ তারা ভার্চুয়াল কার্ডের সার্ভিসও দিয়ে থাকে। সকল প্রকার ভার্চুয়াল কার্ডের জন্যই KYC জরুরি। কিন্তু কিছু কিছু কোম্পানিতে একটি বড় পরিমাণের ফি দিলে কোনো প্রকার KYC ছাড়া কার্ড পেতে পারেন।
আমি আগে Pyypl ব্যবহার করতাম, কিন্তু এখন সেটার অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাই এটি আর ব্যবহার করি নাহ এবং অন্যান্য জনপ্রিয় কার্ডগুলোতে ফি এর পরিমাণ অনেক বেশি। তাই Bitnob নামের আফ্রিকান এক্সচেঞ্জের ভার্চুয়াল কার্ড সার্ভিস ব্যবহার করি। কারণ সেটিতে সহজেই ক্রিপ্টো দিয়ে deposit করার পর, কার্ডে লোড করা যায় এবং সকল প্রকার ফি অন্যান্য প্রজেক্টের চেয়ে ভালো । তার চেয়ে বড় কথা হলো, কার্ডের জন্য billing address ও দিয়ে থাকে, যেটি অন্য কার্ডগুলো দিয়ে থাকে নাহ। শুধুমাত্র কার্ডের number, validity date and CVC দিয়ে থাকে।
সতর্কতা: কখনো বেশি করে ডলার লোড করে ধরা খাইয়েন নাহ, কারণ এটি CEX প্রজেক্টের অধীনে এবং এর চেয়ে বড় বিষয় হলো আফ্রিকান প্রজেক্ট। যতটুকু ডলার কাজে লাগবে, সেটি লোড করবেন এবং এরপর ব্যবহার করবেন।
Redot Pay & PokePay ব্যবহার করতে পারেন৷ ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে তারা। Redot Pay তে কার্ড নিতে ১০$ আর PokePay তে মেবি ১$ লাগে। যদিও PokePay আমি ব্যবহার করি নাই। অবশ্যই KYC লাগবে৷ আর নিজের ব্যানক কার্ড দিয়ে নিতে চাইলে, পাসপোর্ট দিয়ে ব্যানক থেকে এন্ডোর্সমেন্ট করতে হবে।
যদি RedotPay ব্যবহার করেন তাহলে সাজেশন থাকবে, কাজ শেষে কার্ড টি অবশ্যই ফ্রিজ করে রাখবেন।
Redotpay আগে তো মনে হয় $৫ নিতো, এখন $১০ ফি নেওয়া শুরু করেছে? যাইহোক Redotpay এবং PokePay দুইটাই তো দেখলাম Hong Kong এর প্রজেক্ট । আর PokePay এর ওয়েবসাইটও দেখে সুবিধার মনে হইলো নাহ। যাইহোক এসব থেকে দূরে থাকেন। কারণ এক তো ফি বেশি নিতেছে এবং মাসিক ফিও নিয়ে থাকে কার্ডের জন্য যতটুকু জানি , তার উপর সুবিধার মনে হলো নাহ। বাকি আপনাদের নিজের ইচ্ছা যে, কি করবেন।