Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 02/09/2025, 13:32:53 UTC
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মার্কেট কিছুটা পাম্প হইছে, ভাবলাম মার্কেট হয়তো আবার বৃদ্ধি পাবে। কিন্তু আসল কাহিনী হইল, Saylor হয়তো বিটকয়েন ক্রয় করেছিল এবং তার বিপরীতে হয়তো তেমন কোন বিক্রির পরিমাণ ছিল নাহ।


টুইটঃ https://x.com/saylor/status/1962849375824040406
আবার অন্যদিকে Sharplink ও ৩৯ হাজার ইথেরিয়াম ক্রয় করেছে। তাদের কাছে এখনো ৭২.৬ মিলিয়ন ডলার আছে এবং এই পরিমাণ অর্থ দিয়ে সামনের দিনগুলোতে আরও ইথিরিয়াম ক্রয় করবে।


টুইটঃ https://x.com/SharpLinkGaming/status/1962848502666691043



একটা জিনিস ক্লিয়ার  হতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাইবিটের প্রিপেইড কার্ড এর কোন এক্সট্রা কোনো ফি রয়েছে?

চাইলে bitnob ব্যাবহার করতে পারেন, কারণ ৩টা পর্যন্ত কোন ফি নেয় নাহ। এরপর তারা ১ ডলার ফি নিয়ে কার্ড ফ্রিজ করে দেয়। সর্বোপরি আপনার সিদ্ধান্তের উপর এখন নির্ভর করবে।
 
Redotpay এর দেখলাম যে, BTC এর জন্য ৬০% এবং Stablecoin এর জন্য ৯০% LTV দেওয়া আছে।

ওরে শালা বিষয়টা তো দেখা যায় পুরাপুরি Collateral Loan এর মতন,  যেমন অন্যান্য প্লাটফর্মে বিটকয়েন জামানত হিসেবে রেখে ৬০ পার্সেন্ট পরিমাণ ইউএসজিটি লোন নেওয়া যায়।
ঠিক তেমনি এখানেও আমরা স্টেবল কয়েন গুলো জামানত রেখে ডলার পাচ্ছি।

কিন্তু আমার কথা হইল ধরেন আমার ১০০ ডলার এর মধ্যে ৯০ ডলার ব্যবহার করা হয়েছে তাহলে আবার বাকি ১০ ডলার কি অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে নাকি সেটা আমি ৯০% ব্যবহার করতে পারব? আর এভাবে  টেন পার্সেন্ট সেটা হোক ছোট অ্যামাউন্ট এর হলেও তাদের প্লাটফর্মে থেকে যাব?

আমি redotpay ব্যাবহার করি নাই, তাই বলতে পারতেছি নাহ। কিন্তু বাকি ১০% হয়তো দেশনেতার কাছে চইলা যায়।  Grin

মজা করলাম, যাইহোক আমি যেহুতু ব্যাবহার করি নাই তাই ১০০% সঠিকভাবে বলতে পারতেছি নাহ। কিন্তু আপনি হইত লোন নিতে পারবেন কার্ড দিয়ে ডলার ব্যাবহারের জন্য। যেমন আপনি ৯০ ডলার ব্যাবহার করলেন এবং পরবর্তীতে আপনি ৯০ ডলার মানে USD জমা করে , আপনার ১০০ ডলারের USDT ফেরত নিতে পারবেন। যেহুতু তাদের শুধু ক্রিপ্টো নয়, বরং ফরেক্স কিংবা fiat এরও জমা করার অপশন রইয়েছে।  Wink