কাট।
ধন্যবাদ ভাই আরও একটি নতুন আপডেট আনার জন্য, পুর্বে শুধু শীর্ষ পোস্টদাতাদের তালিকা দিয়েছেন, এখন মাসে কে কতটি মেরিট অর্জন করবে/সেন্ট করবে সেটাও দেখা যাবে। অন্যান্য লোকালে দেখি তারা তাদের লোকালে কতটি মেম্বার রয়েছে সেটা নিয়েও প্রতি মাসে টেবিল আকারে আপডেট দিয়ে থাকে।
যাইহোক, ভাই আপনাকে অভিনন্দন জানাই, আপনি এখন পর্যন্ত বাংলা লোকালে সর্বোচ্চ পোস্টদাতাদের মধ্যে লাফ দিয়ে ১ নাম্বারে উঠেছেন

। মনে হয় আমারো ডিমোশন হবে, DS ভাই যেভাবে এগোচ্ছে তাতে আমাকে পিছনে ফেলে দিবে। আমিও ট্রাই চালিয়ে যাবো স্থান ধরে রাখার।
