5. Review Master [15]
আবশেষে comeback মনে হয় হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কেমন অ্যাক্টিভ থাকতে পারি।
অভিনন্দন তবে আবার উধাও হইয়া যাইয়েন না এবং এটাও মনে কইরেন না যে আপনার পোস্ট কেউ না, আপনার এই ধরনের আপডেট গুলো আমি প্রায়ই পড়ে থাকি কিন্তু জাস্ট রিপ্লাই দেওয়া হয় না।
এরকম ডেইলি পিক কিছু আপডেট দেওয়ার মতন লোক আমাদের কমিউনিটিতে কম।
ধন্যবাদ , কিন্তু আমার কোনো ঠিকঠিকানা নাই। কারণ একতো web3 এর চাকরি , তার উপর পড়ালেখা এখনো শেষ হয়নাই এবং কিছুদিন পর পর পরীক্ষা থাকে। তাই এখানে প্রতিদিন পোস্ট করতে চাইলেও, সময় হয়ে উঠে নাহ। তার থেকে সবচেয়ে বড় সামস্যা হইলো, mac সিস্টেমে বাংলা কিবোর্ড ভালো নাই। Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে।
প্রতিদিন মার্কেট নিয়ে এমন খবর এখন থেকে দেওয়ার চেষ্টাই করতেছি, দেখহি আর কি কি আপনাদের সাথে ভাগাভাগি করা যায়। যদিও আমি ট্রেডিং নিয়ে তেমন ভালো নাহ, নইলে মার্কেট নিয়েও তথ্যাদি সবার জন্য পোস্ট করতাম।
