Post
Topic
Board Other languages/locations
Re: ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর
by
Review Master
on 05/09/2025, 21:28:07 UTC
Avro কিবোর্ড ব্যাবহার করে লেখতে অনেক সামস্যা । কারণ আমি কিবোর্ডের national লেআউটটা ব্যাবহার করে অভ্যস্ত এবং Avro কিবোর্ডের উইন্ডোজে ভার্সনে ওই লেআউটটা আছে, কিন্তু mac এর ভার্সনে নাই। তাই মাঝেমধ্যে আগ্রহ কমে যাই, সময় বেশি লাগার কারণে।

যদি টাইপিং নিয়ে বেশি সমস্যা থাকে তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন-
https://www.speechtexter.com/
আমিও বর্তমানে এটি দিয়ে আপনার পোষ্টের জবাব দিচ্ছি আমাকে বেশি সময় ব্যয় করতে হচ্ছে না টাইপিং এর ক্ষেত্রে পায়ের উপর পা তুলে হাত মুচরাচ্ছি এবং আপনার পোষ্টের জবাব দিচ্ছি।  যদিও ডাবল স্ক্রিন ব্যবহার করার কারণে আমার সুবিধা একটু বেশি  Tongue
যাই হোক এই ওয়েবসাইটের কিছু শর্টকাট key রয়েছে যেগুলো ব্যবহার করলে আরো বেশি সুবিধা পাবেন যেমন-
ctrl + Q---------- ভাষা সুইচ করা যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা.

আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ।

আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।