Post
Topic
Board Other languages/locations
Re: ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর
by
Crypto Library
on 06/09/2025, 11:28:00 UTC
হোয়াট দা ভাই আপনি এটা কি জিনিস দিলেন এর আগে আপনি জিবোর্ডেন সাজেশন দিয়েছিলেন কিন্তু সেখানে তেমন ভাও করতে পারি নাই। তবে এটা দেখি ভালই পাওয়ারফুল যদিও পারফেক্ট না তা তবুও কাজ চালানোর মতো। আমি মিয়া পিসিতে বাংলা টাইপ করতে পারিনা তাই এতদিন মোবাইলে টাইপ করতাম আর সেটা টেলিগ্রাম হয়ে পিসিতে পার করতাম।  আর এভাবেই মূলত এতদিন ধরে আমি পোস্ট করে গেছি। আমি তাইতো বলি আপনি এত বড় বড় পোস্ট কেমন করতেছেন! আমার একটা পোস্ট লিখতেই মনে হয় ১০ থেকে ২০ মিনিট সময় লেগে যায়। তার ওপর আবার বানান ঠিক করা এডিট করা বারবার রিভিউ করা এগুলো তো করা লাগেই। কত বার যে পোস্ট ঠিক করি লেখা ঠিক করি স্পেলিং ঠিক করি তার হিসাব নাই। এমন কি আমি নোটপ্যাডে সেভ করি আগে। ম্যালা কাজের জিনিস দিলেন! আসলেই সময় বাঁচায় দেয়! Cheesy
তুমি মিয়া কোন জগতে থাকো?
আমার মনে হয় আমাদের এই লোকাল থ্রেডে ,  তাছাড়া মেবি অল্ট কয়েন টকেও এই টুলসটি নিয়ে কয়েকবার কথা বলা হয়েছে।  Angry
Quote
মেরিট আর্নারের এই হিসাব কি শুধু লোকালে সীমাবদ্ধ নাকি টোটাল ফ্রম গ্লোবাল?
অবশ্যই, বিষয়টা অনেকটা এরকম তোমহারা কুত্তা টমি, মেরা কুত্তা ডগি ? ঘেউ ঘেউ
আবারও ধন্যবাদ, কিন্তু সবকিছুর ভালোমন্দ দিক রয়েছে এবং আমার দৃষ্টিভঙ্গিতে অমন শর্টকাট ব্যাবহার করে পোস্ট তাড়াতাড়ি করতে পারবো যেমনটা আপনি বললেন। তবে আমার লেখার দক্ষতা কখনওই ভালো হবে নাহ এবং আমি চাই যে, আমার নিত্তনতুন দক্ষতা বাড়ুক নাকি অমন শর্টকাট ব্যাবহার করে কাজ শেষ করি। তাই অমন ওয়েবসাইট সম্পর্কে আগে থেকে জানার পরেও আমি তেমন একতা ব্যাবহার করি নাহ।

আমি গতমাস থেকে mac এর Avro কিবোর্ড ব্যাবহার করেই পোস্ট করতেছি এবং আমার এদানিং লেখার গতি ভালোই বৃদ্ধি পেয়েছে। তবে আগের মাসগুলোতে লেখার গতি কম থাকায় গায়েব হয়ে গেসিলাম। আশা করতেছি আগের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখন পরীক্ষা চলায়, হয়তো তেমন বেশিকিছু আপনাদের জন্য পোস্ট করতে পারবো নাহ। বাকি দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে।
অবশ্যই ভালো মন্দ দুই দিকই রয়েছে, আসলে ভাই আমি মূলত  আইলসা কিসিমের লোক তাই সব সময় সময় বাঁচানোর জন্য বিভিন্ন টুলস এবং ট্রিক্স ব্যবহার করার চেষ্টা করি, তবে কারোর যদি টাইপিং গতি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে এই ধরনের টুলস ব্যবহার না করাই বেটার হবে।
আমার ক্ষেত্রে বিষয়টা এমন যে  টাইপিং স্কিল মোটামুটি  ভালো কিন্তু আরও টাইম সেভিং এর জন্য এইটা ব্যবহার করা।