Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Malam90
on 24/09/2020, 12:51:10 UTC
কাল যাগো উপর merit rain হইসে, সবাইরে অভিনন্দন। আশা করুম আপনারাও সেইগুলা এই thread এই share দিবেন।

@BitCoinDream আপনারে একটাই কথা কমু। Quote গুলা যখন করতেসিলেন, তখন বারো জনের বারো খান দেওয়া যাইলো না? ছয়খান যদি একজনের দেন, তাইলে আমাগো contribution এর আর কি মূল্য রইল?


যখন post দিসিলাম, ঐটা ১ ডলার মতন আসিল। সেইখান দিয়া প্রায় ১.৭৫ ডলার অব্দি গেসলো। অহন আবার খানিকটা কমসে দেখতাসি।
আপনি যদি চান শর্ট ট্রেড করতে পারেন ,কিন্তু নিজের বিচার-বিশ্লেষণ করার পর এবং অবশ্যই চেষ্টা করবেন স্টপ-লস ব্যবহার করার। তবে আমার কাছে মনে হচ্ছে Compound ও DMM টোকেন দুইটি শুধুমাত্র হাইপের উপর চলতেছে। কারণ Compound টোকেনের এমন মূল্য বৃদ্ধির পর থেকে অনেক Defi প্রজেক্ট মার্কেটে চালু হচ্ছে , যেগুলো কিছুদিন আগে পর্যন্ত মার্কেট ছাড়ার পর্যায়ে ছিল। তাই এখন কেউ Defi প্রজেক্টে যদি ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই নিজেদের রিস্কে ট্রেড করিয়েন এবং অন্যদের ট্রেডিং কপি না করায় ভালো।
আমার মতে DMG মইরা গেসে। এর আর কোনো ভবিষ্যৎ নাই।

ভাই, কে মেরিট পেলো আর তিনি কাকে মেরিট দিলেন এটা না ভেবে পোস্ট কোয়ালিটির দিকে সবার নজর দেওয়া উচিত। পোস্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে মেরিট আপনিও পাবেন, এর জন্য কাউকে বলাও লাগবেনা যদিও বলা বা মেরিট চাওয়াটও একটা অপরাধ। উনি যাদেরকে মেরিট দিয়েছেন তাদের পোস্ট কোয়ালিটি ভালো ছিলো। এই বাংলাবোর্ডটাকে সচল রাখার জন্য উনি যে পরিমান চেস্টা করতেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। কতবার উনি আমাদের জন্য সাব ফোরাম খোলার কথা বলেছেন তা আমরা অনেকেই জানি। তাই উনার সম্পর্কে কথা বলার পূর্বে একটু ভেবে বলা উচিৎ। তাই রেষারেষি মুলক মন্তব্য না করে গঠণমূলক মন্তব্য করুন, বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা ভাষায় যাতে আমরা সবাই কমেন্ট করতে পারি সে ব্যপারে সহযোগীতা করুন। ধন্যবাদ