Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 13/12/2021, 19:25:19 UTC

ক্রেইগ অনেক এড্রেসগুলোকে তার এড্রেস দাবি করেছিল, কেননা সেগুলো বিটকয়েনের genesis block মাইনিং করেছিল এবং সেইগুলোই নাকি "সাতোশি" প্রমাণ করার জন্য তার কাছে যথেষ্ট।
এই আর্টিকেল টি যদি শেয়ার করতেন তাহলে অনেকে জানতে পারত বিস্তারিত। আমিও এই সম্পর্কে জানতে ইচ্ছুক

যখন ওই ট্রান্সজেকশনটি হয়েছিল, তখন সম্ভবত আমি বাংলা লোকাল সেকশনে পোষ্ট করেছিলাম কিংবা ফোরামের অন্য কোনো একটি টপিকে পোষ্ট করেছিলাম। আজকে অনেক রাত হওয়াতে আর সেটি খুজে বের করলাম নাহ, কালকে হয়তো সেটি বের করে পোষ্ট করবো।  Wink

আমি বহুত চেষ্টা করলাম খুজে বের করার পোষ্টটি, কিন্তু খুজে পেলাম নাহ। এর অবশ্য একটি কারণ রয়েছে, এই ঘটনাটি হয়েছিল ২০২০ সালের অক্টোবর/নভেম্বর মাসের দিকে এবং সেইসময় লোকাল বোর্ডে একটু কাহিনী হয়েছিল আমার সাথে অন্য কিছু বাঙালির। আর সেইমাসে প্রায় ১০টিরও বেশি পোষ্ট ডিলিট হয়েছিল একদিনের মধ্য, কেননা কেউ হয়তো ভুয়া রিপোর্ট করে দিয়েছিল। তাই পোষ্ট আর বের করতে পারলাম নাহ।  Undecided তবে আমি চেষ্টা করবো খুজে বের করার এবং যখন খুজে পাবো, তখন মেনশন করবো।  Wink