Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 25/03/2022, 17:18:22 UTC
⭐ Merited by wtsimis (1) ,musafar37 (1)
কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ।

ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।

মুদ্রার এপিঠ এবং ওপিঠ থাকে। সাধারণত সবাই মুদ্রার এপিঠ নিয়ে চিন্তা করে, কিন্তু আমি মুদ্রার ওপিঠ নিয়ে কম চিন্তা করে। আর আপনি যদি আমার পূর্ববর্তী পোষ্টগুলো দেখেন, তাহলে এটি বুঝতে পারবেন যে সবাই যখন মুদ্রার এপিঠ নিয়ে কথা বলে, তখন আমি মুদ্রার ওপিঠ নিয়ে কথা বলে সবাইকে অবগত করি। আমি আপনাদের মতামতের সাথে সহমত, কিন্তু মুদ্রার ওপিঠটা সবাইকে মূলত বলে রাখছিলাম। যেন অনেকে এক্টিভ হওয়ার পর হতাশ না হয়। আমার ২০১৭ তে অনেকের সাথে পরিচয় হয়েছিল, তারা এখন আর ক্রিপ্টোমার্কেটে এক্টিভ নাহ। তাই সবাই নিচের জায়গা থেকে এক্টিভ থাকলেই হবে, অন্যদের আশায় থাকলে হবে নাহ যে তারাও এক্টিভ হলে আমিও এক্টিভ থাকবো।  Wink মূলত আপনার আর আমার কথা একই, কিন্তু কথাটি আমি ঘুরিয়ে বলেছি কিছু সমস্যার দিকসহ।



সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রাইজ যদি কমে আহলে আরও কিছু বিটকয়েন্ হাতে ধরিয়ে দিবে আর যদি বিটকয়েন এর প্রাইজ বারে তাহলে আপনাকে USDT ধরিয়ে দিবে।
আপনি চাইলে USDT ইনভেস্ট করেও এই প্ল্যানে ইনভেস্ট করতে পারেন, এতে প্রাইজ কমলে BTC ধরিয়ে দিবে আর বাড়লে USDT ধরিয়ে দিবে

এটি তো লম্বা সময়ের হোল্ডারদের জন্য খুবই ভালো উপায়।  Grin আমি আমার নিচের একটি কৌশল সবার জন্য বলে দিতেছি:
 
প্রথমত ধরে নিলাম বিটকয়েনের মূল্য কমে গেল, তাহলে আমি বিটকয়েন পাবো। এরপর আমি বিটকয়েনের মূল্য বৃদ্ধির জন্য অপেক্ষা করব, কিন্তু সেটিতে বিনিয়োগ করব নাহ। যখন বিটকয়েনের মূল্য আবার বৃদ্ধি পাবে, তখন আমি বিটকয়নকে ডলারে কনভার্ট করার পর বিনিয়োগ করব। এরপর মূল্য হ্রাসের অপেক্ষা করবো, এতে আবার বিটকয়েন পাবো। এরপর এমন করে পুনরাবৃত্তি করতে থাকবো এবং আমার বিটকয়েন হোল্ডিং বৃদ্ধি পাবে।  Grin Grin

যারা দীর্ঘসময়ের জন্য বিটকয়েন হোল্ড করতে চান আমার মতো, তারা এই কৌশল নিজের রিস্কে ব্যবহার করুন। আশা করি, ক্ষতি হবে নাহ। কেননা আপনার বিটকয়েনের পরিমাণ বৃদ্ধি করা দরকার। বাকি আপনাদের মর্জি।