আমরা যারা সিগনেচার ক্যাম্পেইনে আছি, অনেকের লোকাল পোষ্ট কাউন্ট হয় না। সেজন্য লোকালে পোষ্ট করার ইচ্ছে অনেকের নেই বল্লেই চলে। যদি আসলেই সবার ইচ্ছা থাকে আপনার লোকাল থ্রেড কে এগিয়ে নেয়ার। প্রতি ২ দিন এ অন্তত ১ টি পোষ্ট করুন। সিগনেচার ক্যাম্পেইন এর জন্য প্রতিদিন ৩-৪ টি পোষ্ট করার পর আপনার লোকাল থ্রেড এর জন্য ২ দিনে ১ টি পোষ্ট করে কন্ট্রিবিউট করার চেষ্টা করুন।
ক্রিপ্টোকারেন্সি বিষয়ে যথেষ্ট ধারণা না থাকা এবং র্যাংক বাড়ানোকে খুব কঠিন মনে করার কারণে মূলত কোয়ালিটি পোস্ট কারা বিষয়ে আগ্রহ কম দেখা যায়। তবে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি ছাড়াও অন্যান্য বিষয়ে এই বিষয়ে পোস্ট করার অনুমতি থাকলে অনেকেই তাদের জানাশোনা টপিকগুলোর উপর পোস্ট করতো। যেমন: অনেকে হয়ত ইকোনমিক, পলিটিক্স, টেকনোলজি( নন-ক্রিপ্টো), ইন্টারনেট ইত্যাদি। আমি জানিনা এইসব বিষয়ে এই থ্রেডে পোস্ট করা অনুমোদিত কিনা বা পোস্ট করলেও সেটা থ্রেডে থাকবে কিনানা। কারণ যতদূর মনে হচ্ছে থ্রেডটি সেল্ফ মোডারেট করা। এই বিষয়ে অভিজ্ঞদের মতামত চাচ্ছি।
এটি একটি লোকাল কমিউনিটি থ্রেড, যেহেতু আমারদের কোনো লোকাল বোর্ড নেই, আমরা পলিটিক্স, টেকনোলজি, মিট আপ, অন্যান্য অফ টপিক নিয়ে আলাদা ভাবে আলোচনা করার জন্য আর কোনো বোর্ড বা থ্রেড পাচ্ছি না। সুতরাং এই থ্রেড এ আপনি সকল বিষয় নিয়ে পোস্ট করতে পারবেন। এই থ্রেড এ কোনো কিছুই অফ টপিক নয়। তবে রাজনৈতিক এবং ধর্ম নিয়ে যুক্তিতর্ক আমি নিরুৎসাহিত করবো। কারণ এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেক বড় আকার ধারণ করে যা অনেকের বিপক্ষে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যেকোনো বিষয় এখানে আলাপ করতে পারেন।
সবাই ইনকাম এর দিকে ঝুকে কেউ আর মান সম্মত পোষ্ট করে না। সবাই বাউন্টি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। কিন্তু তারা জানে না শুধু এখানে বাউন্টিই নয়। অনেক ভালো মানের কন্টেন্ট, মেধা বিকাশ, এবং ক্রিপ্টো পৃথিবীর খবর নেওয়া যায়। আর এখান থেকে আরো বেশি বেশি ইনকাম করার সোর্স পাওয়া যায় বিভিন্ন বড় ভাইদের পরামর্শে। আমি মনে করি এই থ্রেডটিতে এসে আমি আমার সাফল্য খুজে পেয়েছি। আমি মনে প্রানে বিশ্বাসই যে আমিও একদিন বড় ভাইদের র্যাংক এর কাছা কাছি পৌছাবো। ইনশআল্লাহ।
আপনার একাউন্ট টি ব্রান্ড নিউ এবং এটাই আপনার প্রথম পোস্ট। আমি জানিনা আপনার আরো একাউন্ট রয়েছে কি-না। থ্রেড এ আসাকে আমি সাফল্য মনে করি না। বরং থ্রেড এ কিছু ইনফরমেশন শেয়ার করলে এবং তাতে কমিউনিটি উপক্রিত হলে সেটাতেই আসবে আসল সাফল্য। আশা করি থ্রেড এ কোয়ালিটিফুল পোস্ট করবেন এবং গঠনমূলক আলোচনা/সমালোচনা করবেন।