Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 07/03/2023, 10:15:39 UTC
@Crypto Library ভাই বেশি না , ছোট ভাই বেরাদারের আবদার।
ইনশাল্লাহ সব কিছুর ব্যবস্থা হবে ধীরে ধীরে  কিন্তু ভাই আপনার নিজের কথাও ভুলে গেলে চলবে না আপনার প্রগ্রেস অনুযায়ী আপনার নিকট থেকেও এইসব আশা করাই যায়। 😜

ভাই আমি সিনিয়র মেম্বার হলেই আমাদের বাংলা কমিউনিটিতে একটিভ মেম্বারদের অবশ্যই আমি ট্রিট দিবো। আল্লাহপাক যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি আপনাদের অবশ্যই মিষ্টিমুখ করাবো। আমি আপনার মত এত বড়সড় আয়োজন করতে পারবো না তবে আমি আমার বাংলাদেশের ভাইদের অবশ্যই ট্রিটের আয়োজন করব।
কেমন আছেন সবাই?

আমি ছিলাম তোমাদেরই মাঝে
হেসেছিলাম একসাথে

আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই ভালো আছি। ভাই আপনাকে এখন অনেক মিস করছি। এক সময় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে আপনার অনেক পোস্ট দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমানে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে আপনি ফোরামে নিয়মিতভাবে একটিভ হতে পারেন না। আসলে ভাই এটা আপনার ও আমাদের জন্য অনেক আফসোসের বিষয়। একজন গুরুত্বপূর্ণ পটেনশিয়াল হিরো মেম্বার কিছু ভুলের জন্য একদম শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ড আপনার অবদান কখনো ভুলবে না।