ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন।
উনি এইদিকে আগ্রহী না। উনার অল্টকয়েন ইকোসিস্তেম এক্সপ্লোর করতে ভালো লাগে আর এইটা উনার খুবই ভালো দিক। উনার সাথে আমার অনেক কথা হয়। উনি উনার বিটবাইট প্রজেক্ট নিয়ে খুবই আশাবাদী এবং আমি নিজেও উনার প্রজেক্টে ভালো কিছু দেখতেছি।
আমি এই ফোরামেও আগ্রহী। কিন্তু কোনো পোষ্ট করার পর যখন কেউ রিপ্লাই দেয় নাহ, তখন কিছুটা খারাপ লাগে। এইজন্য মাঝেমধ্যে ফোরামে এসে কিছু পোষ্ট করে, আবার গায়েব হই।

পরীক্ষা নিরীক্ষার জন্যে কিছু Bitcoin Ordinal বানিয়ে দেখতে চাই। বিনামূল্যে Bitcoin Ordinal বানানো যায় এমন কোনো tool জানা আছে কি কারো?
Bitcoin Ordinal এ এনএফটি খুবই জনপ্রিয় হইতেছে। নতুন কিছু প্রজেক্ট এসেছে ফ্রিতে সার্ভিস প্রদানের জন্য, কিন্তু এখনো নিশ্চয়তা নেই যে, সকল প্রজেক্ট নির্ভরযোগ্য হবে।
https://docs.ordinals.com/guides/collecting/sparrow-wallet.html