আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে অনেক আনন্দিত হলাম যে আমাদের এই থ্রেড এর মধ্যে একটিভ মেম্বার গুলো যোগ হচ্ছে এবং পোস্টের সংখ্যাও আগের মাসের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এটা আসলেই খুব ভালো খবর।
ভাই যখন কোট করেন তখন খেয়াল রাখবেন যে শুরুর কোট লাইন এবং শেষের কোট লাইন যেন না কাটে। আপনার কোট লাইন কেটে গেছে পারলে এডিট করে দিয়েন।
ভাই দয়া করে আপনারা যারা সিনিয়র আছেন তারা রুলস জারি করে দেন যাতে এখানে কেউ এক লাইনে পোস্ট না করে।
ভাই শুরুতে এধরনের কথা বলা আছে। আর এক লাইনের পোস্ট বলতে আমি নিম্নমানের পোস্ট কেই বুঝি। আর তাছাড়া ভাই বাংলাদেশে আসলে নিয়ম করে তেমন কোন কিছু হয় না। কারণ আমরা তো নিয়ম ফলো করি না।
'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে।
আশা করি BitCoinDream ভাই যখন সময় পাবেন তখন এক লাইনের পোস্টগুলো এবং নিম্নমানের পোস্টগুলো ডিলিট করে দিবেন। এতে এই টপিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পরবর্তীতে লোকাল বোর্ড পেতে সহায়ক হবে বলে মনে করি।