Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 11/04/2023, 15:06:12 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
প্রথমত কালকে আমি এক অংশ পোষ্ট করি নাই, কারণ ভাবলাম, আপনি হয়তো বিষয়টি অন্যান্যদের মতো পার্সোনালি নিতে পারেন। যেটা পোষ্ট করি নাই, সেটি নিচের কোডে দিয়ে দিলাম:
Code:
ভাই আমি কথা বলতেছি ৬ নিয়ে, কিন্তু আপনি বিষয়টি নিয়ে নিছেন ৯ নিয়ে। কেননা আমার প্রথম থেকেই সকল উত্তর ছিল এক্সিলারেশন নিয়ে। জানি নাহ, আপনি কোন টপিকে বেশি গুরুত্ব দিতেছেন।



বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম



প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।




আপনি যখন এক্সিলারেশন করবেন, সেটিকে তারা প্রাধান্য দেয় বেশি। এখন আপনি নিজেই ভাবেন, নোড কিংবা মাইনিং পুল এই এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে প্রাধান্য দিতেছে। তার মানে আপনার মিমপুল থেকে যতই বড় মাইনিং টিপ দেওয়া ট্রান্সজেকশন কেন্ডিডেট পুলে আসুক নাহ কেন, তারা এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে পরবর্তী ব্লকে কনফার্ম করে দিবে।

আমি বলেছি আপনার যদি কোন পরিচিত মাইনার থেকে থাকে যারা নিয়মিত ব্লক পায়, তারা চাইলে আপনার ট্রাঞ্জেকশন কম ফি হলেও কনফার্ম করতে পারবে যেখানে আপনি বলেছেন বিষয়টি মোটেও এমন না। পরিচিত মাইনারকে viabtc হিসেবে ধরে নেন। বাকিটা আমি যা বলেছি তাই। একজন মাইনার যে কোন ভ্যালিড ট্রাঞ্জেকশন ক্যান্ডিডেট ব্লকে এড করতে পারে। একদম ফি ছাড়া ট্রাঞ্জেকশনও যদিও এখন সে যুগ নেই। আগে ফি ছাড়া ট্রাঞ্জেকশনও হত। যাই হোক, আমার লেখার মুল পয়েন্ট এইটাই।

যেমটাই ভেবেছিলাম, আপনি এখনো প্রথম লেখা লাইনটি নিয়ে পইড়া রয়েছেন। আমারও উচিত ছিল, আগে জিঞ্জেস করার যে, আপনি কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিতেছেন এই রিপ্লাইগুলোতে। যাইহোক, এখনো বলতেছি যে, আমার শুরু থেকেই মূল বিষয়বস্তু ছিল এক্সিলারেশন নিয়ে, যেটি আমার যতটুকু জ্ঞান, এখনকার এক্সিলারেশনগুলো ম্যানুয়ালি করা হয় না। এইজন্যই মোটেও নাহ বলেছি। হয়তো আমি বিষয়টিকে অন্যভাবে বলতে পারতাম, কিন্তু কাজের ফাকে পোষ্টটির রিপ্লাই করেছিলাম। তাই ওমন রিপ্লাই দিয়েছি। বাকিটা আপনার উপর, কারণ যেকোন কথার অনেক মানে হতে পারে।



আপনি গঠনমুলক আলোচনাকে দ্বন্দ বলছেন এই ব্যাপারটা ভালো লাগলো না ভাই। আমি এইখানে আপনার পোস্টের রিপ্লাই দেয়ার উদ্দেশ্য কি সেটা আগেই বলে দিয়েছি। আমার আগের মেসেজ এর এই অংশটুকু সেটা বলার জন্য যথেষ্ট। এইখানে দ্বন্দ কেন দেখছেন? আপনি খুব ভালো করেই আমাকে চিনেন। আমার নিজের ভুল স্বীকার করে মানুষের কাছ থেকে শিখাতে আমি কোন কার্পণ্য করি না। আর আমিও আপনাকে নতুন করে চিনি না ভাই। আমরা অনেকদিন টেলিগ্রাম গ্রুপে একসাথে কথা বলেছি। দ্বন্দের কোন প্রশ্নই আসছে না। কাম অন।
আপনি আমি এটিকে গঠনমূলক আলেচনা হিসেবে নিচ্ছি, কিন্তু পিঠ পেছনে সকলে এটিকে দ্বন্দ্ব হিসেবে দেখে। এখানে ভালো লাগার নাহ লাগার কিছু নেই, কারণ এটিই বাস্তবতা। কথা বললেই কথা বাড়বে, তাই আর কিছু বলার নেই এটিতে। আর আমার পুরাতন একটি বিষয় বাংলা লোকাল বোর্ডের অনেকেই জানে যে, আমি কোনো গুরুত্বপূর্ণ টপিকে মতামত দিলেই, অনেকে সেটিকে পার্সোনালি নিয়ে নেয়। অথচ ফোরামে আমি তেমন গুরত্ব দেই নাহ, কাজের ফাকে কিংবা অবসর সময়ে ফোরামে পোষ্ট করি। Cheesy



আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই।

এনিওয়ে, আমার লিংক করা ড্যানি হ্যামিলটন কিংবা অলিও কেউই ফোরামের সাধারন ইউজার না যে তারা ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে রেস্পন্স করছে। ড্যানি ২০১২ সাল থেকে এই ফোরামে আছে। অবশ্যই আমাদের মত ইনকাম করার জন্য নয়। তাদের পোস্ট হিস্ট্রি দেখুন। তাহলেই বুঝতে পারবেন এইসব ব্যাপারে তাদের জ্ঞান কতটা সমৃদ্ধ।

ফাইনালি- আমি এই ব্যাপারে আর কোন পোস্ট করছি না  Cheesy এবং এটা অফিসিয়াল  Grin
আমিও তো বলি নাই যে, তারা সাধারণ ব্যবহারকারী। আমিও তাদের প্রোফাইল শুধুমাত্র দেখেছি যে, কতদিন যাবত ফোরামে আছেন। কিন্তু তারা মাইনার কি নাহ, সেটি আমি যাচাই করি নাই।

আমি বরং প্রথম থেকেই বলতেছি যে, মাইনাররা যদি আমাদেরকে সেটি কইরা দেখায় (অবশ্যই এক্সিলারেশনের টপিক নিয়ে বলতেছি ) , তাহলে আরো ভালো হইতো। Roll Eyes আর ইনকামের বিষয় তো দূরের বিষয়।

সহজ হিসাব,
১) এক্সিলারেশন যতটুকু জানি, ম্যানুয়ালি নাহ বরং অটোমেটিক সিস্টেমে এখন করা হয়।
২) আপনি চাইলে মাইনার দিয়ে ব্লকে এড করতে পারবেন কি নাহ, সেটি আমার টপিকেই ছিল নাহ। আমার মূল বিষয় শুরু থেকেই এক্সিলারেশন নিয়ে ছিল। নইলে আমি @tjtonmoy কোট করা অংশ বাদ দিতাম।

বি:দ্র: কেউ যদি এখনভাবে যে, যদি মাইনার দিয়ে ব্লক এডে করা যায়, তাহলে সেটিও এক্সিলারেশন করা হলো। তাহলে বলবো যে, যেয়ে একজন মাইনারকে বন্ধু বানান। যার হ্যাসরেট এমন হবে যে, আপনার চাহিদার মতো খুব দ্রুত ব্লক পাবে কিংবা অন্যান্য মাইনিং পুলের সাথে সম্পর্ক তার ভালো এক্সিলারেশন করে দেওয়ার জন্য।  Wink কারণ আমার তো এমন মাইনার বন্ধু নাই, আর হবেও নাহ মনে হয়।

আর আমারও এটা নিয়ে পোষ্টের কোনো আগ্রহ নেই, আর কালকের পোষ্টেও রিপ্লাই দিবো নাহ। কারণ সকল তথ্য দুইজনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গঠনমূলক পোষ্টে ফেরত গেলাম, যেহেতু ভালো কিছু ইভেন্ট আসতেছে এই সপ্তাহে এবং সামনের সপ্তাহে।  Grin


আর যারা নিজেদের মধ্যে কথোকথনে ব্যস্ত, চালাই যান, কোনো সমস্যা নেই। খালি মাঝে মধ্যে আমাকে Attention দিয়েন  Grin আমার অনেক Attention দরকার (মজা করে বললাম, আবুল বাঙালি আবার সিরিয়াস হয়েন নাহ।)