
অভিনন্দন"""" অভিনন্দন""" অভিনন্দন""" @Bitcoin_people ভাই আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। সত্যিই অনেক ভালো লাগে আমাদের লোকাল বোর্ড যদি কেউ রেংক অফ করে। আমাদের বাংলা বোর্ডে আরেক জন সিনিয়র সদস্য বেড়ে গেলো। আমাদের সব সময় পাসে থাকবেন, সাহায্য সহযোগিতা করবেন।
আবারো অভিনন্দন,,,,
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছেন আপনাদের পক্ষ থেকে।
~
মনের ভেতর এরকম অস্থিরতা কাজ করেই। বিশেষ করে যখন আপনি এমন একটা যায়গায় এসে আটকে যান তখন। এভাবে মেরিট চাওয়াটা যদিও অনেকেই ভালো ভাবে দেখবে না। আপনার হতে যেহেতু সময় রয়েছে, আমি আশা করবো আপনি একটু লেখালেখি করবেন। ঈদের ব্যাস্ততায় সবাই ডুবে আছে। আমি নিজেও লেখালেখি করার সময় পাচ্ছি না। আমার হাতে মেরিট যা ছিলো সব শেয়ার করলাম।
জি ভাই আপনি বুঝতে পেরেছেন তবে আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি ভালবাসা রইল।
কনগ্রাচুলেশন 💐
কনগ্রাচুলেশন,, আপনার আগামী পথ চলা সুন্দর হোক। আপনার উচ্চপদমর্যাদা পেয়ে কেমন লাগছে তা জানিনা। কিন্তু আপনাকে উচ্চ পদে দেখতে পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। দোয়া করি আপনি ভবিষ্যতে আরো উন্নত পদমর্যাদা অর্জন করুন। এতে আমাদের কমিউনিটি অনেক সুনাম বয়ে নিয়ে আসবে। আমরা গর্বের সাথে আপনাকে নিয়ে চলতে পারব।
আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনি আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিয়েছেন সেজন্য আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রচুর পরিমাণ ভালোবাসা রইলো।

@Bitcoin_people আপনাকে স্বাগতম, নতুন রেঙ্কে অবস্থান দেখে আমরা খুবই খুশি কারণ আপনি আপনার উপযুক্ত স্থানে অবস্থান নিয়েছেন। আপনাকে আরো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং পরবর্তী রেঙ্কে পৌঁছানোর জন্য এই পথ দ্রুততম পাড়ি দিতে হবে। আশা করি এখনকার মতই বাংলা ফোরামে নিয়মিত একটিভ থাকবেন। দোয়া করি আপনি যেন আরো উন্নত রেঙ্কে দ্রুততম পৌঁছে যান।
অসংখ্য ধন্যবাদ আপনাদের সাহায্য পেয়ে আমি আমার রেংক পরিবর্তন করতে পেরেছি আর আমাকে এভাবে সেলেব্রেশন করার জন্য অনেক ধন্যবাদ।
আমাদের বাংলা বোর্ডে আরো একজন Full Member র্যাঙ্ক বৃদ্ধি পেলো। এবং র্যাঙ্ক বৃদ্ধি পাওয়া দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ আমাদের বাংলা বোর্ডের গৌরব এবং কৃতি সন্তানরা উচ্চতার রেংক অর্জন করুক। এবং আমরা আস্তে আস্তে ফোরামের ক্ষমতার শিখরে পৌঁছাতে পারবো এভাবেই তবে দোয়া করি আপনি আরো এগিয়ে যান আমাদের বাংলা বোর্ডের সুনাম আরো বৃদ্ধি পাবে Congratulation Bitcoin_people।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আমরা পর্যাপ্ত পরিমাণ আপনাকে সাপোর্ট করব ধন্যবাদ।

অভিনন্দন @Bitcoin_people এবং @Learn Bitcoin ভাইকে, >>>
Full Member <<< অর্জন করার জন্য! এটি একটি মহান কৃতিত্ব এবং বিটকয়েনের বিশ্বে আপনাদের কঠোর পরিশ্রমের প্রমাণ। এমন একটি অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন! আপনাদের কঠোর পরিশ্রম, উৎসর্গ এবং অধ্যবসায় প্রতিফলিত হয়েছে এবংআপনারা যা অর্জন করেছেন তার জন্য আপনাদের গর্বিত হওয়া উচিত। আপনাদের সাফল্য অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে এবং নতুনদের অনুপ্রাণিত করে যে
"দৃঢ় সংকল্প এবং প্রচেষ্টার থাকলে সবকিছু সম্ভব।" তাই আবারও, একটি ভাল কাজের জন্য অভিনন্দন, এবং আপনাদের ভবিষ্যত আরও বেশি সাফল্য এবং সাফল্যে পূর্ণ হোক।
আপনি সঠিক কথা বলেছেন ভাই আসলে মানুষ চেষ্টা করলে সব কিছু সম্ভব এবং সকলের সাপোর্ট পেলে সাফল্য অবশ্যই পাওয়া যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Congratulations @bitcoin_people ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দ আপনি আপনার ফুল মেম্বার rank এ উত্তীর্ণ হওয়ার জন্য ।। ভাই জে হেতু আপনি full member rank এ উত্তীর্ণ হয়েছেন আমরা ছোট ভাই হিসাবে ট্রিট তো আসা করতেই পারি ।। বরং ট্রিট আসা নয় এটা আমাদের অধিকার

বেশি না আমরা যারা লোকাল বোর্ড এর এক্টিভ মেম্বার আসি তাদের জন্য একটা ছোট্ট করে ট্রিট দিলে হবে ।। আমরা সর্ব মোট 10 জন আছি আমাদের জন্য এর ছোট্ট ট্রিট এর ব্যাবস্থা করলেই হবে ।।
Beef tehari আর একটি কোল্ড ড্রিঙ্কস।।
170+20= 190 tk
190*10= 1900 tk
Little Mouse
Shasan
Review Master
Crypto library
tjtonmoy
NicNacCoin
LDL
Learn bitcoin
Mr Corol
ভাই ট্রিট এর জন্য অপেক্ষা করবো ।। ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন full member rank এর জন্য ।।
আপনাকে কি বলে যে ধন্যবাদ দেই ভাই সেটা বলার মত আমার কোন ভাষা নেই তবে আমার পক্ষ থেকে আপনার প্রতি বিনম্র ভালবাসা। সেই সাথে আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেটা কখনোই বলার মত না। তবে অবশ্যই ভাই আমি আপনাদের ট্রিট দেব এটা আপনাদের পাওয়া আর আমাদের কমিউনিটির যারা আছে সকলেরই ট্রিট পাওয়া প্রয়োজন

। তবে ভাই আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আমাদের কমিউনিটির সকলের জন্য অনেক অনেক সুখ কামনা করি।
আমি আমার ফুল মেম্বার রেঙ্ক অর্জন করতে পেরে অত্যান্ত খুশি হয়েছি এবং সেই সাথে আমার মন একেবারেই আজকে স্বস্তি অনুভব করছি। তবে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি যদি এই বাংলা কমিউনিটিতে না থাকতাম তাহলে হয়তো আমার আজকে এই অবস্থানে আসা সম্ভব হতো না। তাই আমি আমার বাংলা লোকাল বোর্ডের সকল ভাইদের প্রতি শ্রদ্ধ া জানাই সেই সাথে আমার পক্ষ থেকে সকলকে অফুরন্ত ভালোবাসা জানাই।