Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 10/05/2023, 15:53:28 UTC
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।
৫০ পার্সেন্ট  ট্যাক্স বসালে  বিষয়টা অনেকটা এমন হবে যে  বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি  ইল্লিগাল থেকে লিগাল করেছে যেন সাধারণ মানুষকে এর থেকে বিরত রাখতে পারে আর এর মধ্য দিয়ে বড় বড় রাঘব বোয়ালরা তাদের  ফায়দা নিতে পারে,  যেমন ধরুন যখন লিগালাইজেশন করা হবে তখন, এখন যারা অনেকেই গোপনে এর সাথে জড়িত রয়েছে তারা  হয়তো তাদের আইডেন্টিটি উন্মোচন করবে এবং পরবর্তীতে সরকারকে অবশ্যই তাকে ট্যাক্স দিতেই হবে।  আর এই দিক থেকে দেখা যাবে যে আয়ের অর্ধেক সরকারকে দিতে গিয়ে মানুষ এদিকে আরো অনুৎসাহিত হয়ে পড়বে  যদিও আমার ধারণা বাংলাদেশ সরকার  বৈধতা দান করলে এতটা  অমানবিক হবে না।

Quote
এবার আসি টাকা পাচারের ব্যাপারে। আপনার কি মনে হয় এখন টাকা কম পাচার হচ্ছে? টাকা এখনো অনেক ভাবেই পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। বিটকয়েনের মাধ্যমেও হচ্ছে। তবে বৈধতা পেলে অবশ্যই তারা সেটা আরো বড় হবে এই আর কি। তবে বৈধতা দিলে রেগুলেশন আসবে। রেগুলেশন আসলে আপনার কয় টাকা ইনভেস্ট আছে বিটকয়েনে, সেটা সরকার জানবে। আর এসব যদি অন্য কেউ জানে, তাহলে বিটকয়েনের মুল কন্সেপ্ট আর থাকলো না। বিটকয়েনের যেই উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন হবে না।
আমার কথা এইটা যে  এখন ক্রিপ্টোকারেন্সি অবৈধ  তাই  মানুষ যে হারে এটার ব্যবহার করতেছে এবং সরকারের ভাষায়   মানি লন্ডারিং  করতেছে সেটাকেই ধরতে পারতেছে না আবার যখন বৈধ করবে তখন কি পরিমান  হবে-  যদিও এটা কমানো সম্ভব হবে ব্যাংকগুলোর আইন আরো কড়াকড়ি করে ,  মানুষের আয়ের উৎস কি কোথা থেকে আসতেছে এই বিষয়গুলোকে নজরদারিতে রাখলেই হয়তো সম্ভব হবে।

ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো।
[/quote]

একদম  ঠিক '' উই ওয়ানট  কোয়ালিটি  নট কোয়ান্টিটি''।  আমি @ Xal0lex  শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং বাংলাদেশ এর লোকাল থ্রেডে  তাকে স্বাগতম জানাই, আশা করি তিনি  তার  এসব অবদান  প্রতিনিয়ত  রানিং রাখবেন ।  আর তাকে বাংলাদেশী থ্রেডে  বাংলায় পোস্ট করতে দেখে আমার খুবই ভালো লাগে ।
তার নিকট আমার একটি বিশেষ অনুরোধ থাকবে যে  আমাদের  এই থ্রেডের  প্রথম দিকে অনেকগুলো  স্প্যাম পোস্ট রয়েছে এগুলোতে  রিপোর্ট করলে আশা করি  রিভিউ করে  এগুলো আমাদের  থ্রেড এবং ফোরাম থেকে মুছে ফেলবেন