Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 13/06/2023, 02:05:10 UTC

প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খারাপ সংবাদ আসছে, আজকে একটা সংবাদ
দেখলাম রবিনহুড এক্সচেঞ্জ ADA,MATIC,SOL ডি-লিস্ট করবে।

ক্রিপ্টো সম্পদ ADA, MATIC, এবং SOL  27 জুন রবিনহুড থেকে বাদ দেওয়া হবে।
যে সমস্ত ব্যবহারকারীদের এসব সম্পদ 27 জুন পর্যন্ত রাখবে তাদের রবিনহুড অ্যাকাউন্টের, MATIC বা SOL আছে,  সেই সম্পদগুলি স্বয়ংক্রিয়ভাবে বাজারে বিক্রি হয়ে যাবে।





এই নিউজের কারণে ক্রিপ্টো মার্কেটে ব্যাপক দরপতন হয়েছে।
প্রতিনিয়ত এলার্টকয়েন এর দুঃসংবাদ শোনা যাচ্ছে এতে ক্রিপ্টোকারেন্সি মার্কেট শুধু ডাম্পিং হচ্ছে। আমি অনেকদিন আগে হাই দাম দিয়ে অনেকগুলো Matic কিনে রেখেছিলাম। আগে থেকেই অনেকটা লসে ছিলাম কিন্তু বর্তমানে দ্বিগুণ এর চেয়ে বেশি লস খেয়ে বসে আছি। বুঝতাছি না কি করবো সেল করবো নাকি হোল্ড করে রাখবো যদি এরকম অবস্থা হয় তাহলে মার্কেট হয়তো আরো নিচে নামার সম্ভাবনা রয়েছে। তবে এতটা লস দিয়ে তো আর বিক্রি করা যাবে না তাই হোল্ড করাটাই আমার জন্য হয়তো স্বংকিও হবে।

 

Snip


@shasan কাছে সবাই মেরিট চাইতো এটা মানা যায়। তিনি আমাদের বাংলা ফোরামে সেটা তুলে ধরেছেন এবং এটা যুক্তিসঙ্গত এবং সঠিক।
কিন্তু@sj13 এই ভাইয়ের একটি সম্পূর্ণ বানোয়াট গল্প সাজিয়েছে। কিন্তু ভাই আমরাও বাঙালি তাই বাঙালি হয়ে বাঙালির উপর টেক্কা খেলা এত সহজ না। আপনি নিজেই কথোপকথন করে আমাদের মাঝে হাস্যকর (LOL) গল্প সাজিয়েছেন যা এটা নাটকীয়।

ইদানিং দেখতে পারছি  অনেক মেম্বার টাকার বিনিময়ে মেরিট সেল দিচ্ছে। আমাকে অনেক মেম্বার মেরিট দেওয়ার জন্য টেলিগ্রাম এ এসএমএস দিচ্ছে। এই ভাইদের কে কি করা উচিত। যারা টাকার বিনিময় মেরিট সেল দিচ্ছে?  এই বাংলা কমিউনিটি বোর্ডের নতুন মেম্বাররা তারা একটু সাবধান থাকবেন এ ধরনের প্রতার কের জালে পা দিবেন  না । এরা টাকা নেওয়ার পর আপনার টাকা মেরে দিবে । এদের থেকে দূরে থাকুন.. এবং এ ধরনের মেরিট নেওয়ার আশা  থেকে বেরিয়ে আসুন ।

আপনার দেওয়া ছবি থেকে ইনফরমেশন এর মাধ্যমে যা জানতে পারলাম, এটি CryptoE@rn804 এর প্রোফাইল।

টেলিগ্রাম বাউন্টি গ্রুপ থেকে পাওয়া নাম এর ভিত্তিতে।


এবং বাউন্টি স্প্রেডসিট থেকে নেওয়া।


মেরিট কেনা বেচা এই ফোরাম এ নিষিদ্ধ। এই কাজ করলে আপনি অপরাধী। তবে মজার বিষয় হচ্ছে, cryptoearn89 এর নিজের প্রোফাইল এই একটা মেরিট নেই। আপনাকে উনি কিভবে মেরিট বিক্রি করবে।  Cheesy

তবে তার অল্ট আক্যাউন্ট থাকতে পারে যা আমরা জানি না। চিন্তার বিষয়। ইনি লোকাল থ্রেড এ পুর্বে পোস্ট করেছেন। তবে এনার থেকে এইটা আশা করি নাই।
Little Mouse, LDL, Crypto Library, shasan ভাই, বলেন কি করা যায়? ট্যাগ করে দিবো? দিলে হয়ত আমাদের লোকাল কমিউনিটির বদনাম হবে। কিন্তু না করলে অন্যান্য গ্লোবাল কমিউনিটি তে যেয়ে এই কাজ করলে তখন বিষয় টা আরও খারাপ হয়ে যাবে।
তাকে খুজে বের করতে কিন্তু ৫ মিনিট এর বেশি সময় লাগে নি। সুতরাং এটিকে ওভারলুক করলে পরবর্তী তে আমাদেরই রেপুটেশন খারাপ হবে। আপডেট জানাবেন।

আসলেই তার এই নাটকীয় গল্প সাজানো শাস্তি হওয়া উচিত। এবং আমি তার প্রোফাইল সম্পূর্ণ যাচাই-বাছাই করে দেখেছি তিনি একজন বাউন্টি সেকশন থেকে উঠে আসা লোক। তার পক্ষে এ ধরনের সাজানো নাটক করা সম্ভব। @sj13 তিনি আমাদের মাঝে সৎ লোকের মুখোশ পরার চেষ্টা করছেন।
@sj13 তিনি যখন বাংলা লোকাল বোর্ডে প্রবেশ করেন তখন ১টি মেরিট জন্য পাগল ছিলেন কিভাবে সংগ্রহ করা যায়। কিন্তু একটি মেরিট সংগ্রহের পর থেকে তার রূপ পরিবর্তন হয়ে যায়। এবং আস্তে আস্তে গভীর জলে প্রবেশ করতে চেয়েছেন সৎ লোকের মুখোশ পরিধান করে।
তাই আমি মনে করি অবশ্যই এই অপরাধ শাস্তির যোগ্য।
আমি যতটুকু দেখতে পাচ্ছি অবশ্যই এটি একটি বড় ইস্কামিং। @tjtonmoy আপনি যেভাবে তার টেলিগ্রাম ইউজারনেমগুলো সংগ্রহ করেছেন অবশ্যই তার মাল্টি অ্যাকাউন্ট রয়েছে তার এড্রেসগুলো যদি চেক করা হয় তাহলে অনেক ট্রানজেকশন পাওয়া যাবে সেখান থেকে। আর ট্রানজাকশন থেকে আরও অ্যাকাউন্টের নাম সংগ্রহ করা ব্যাপার না অতি সহজেই এই ইস্কামারকে দরতে পারা যাবে। cryptoearn89 তার নিজের প্রোফাইলে মেরিট নাই কিন্তু সে মেরিট বিক্রি করার জন্য হয়তো আগে ডলার নেবে এবং পরবর্তীতে সেই ডলারগুলো মেরে দিবে চিন্তা ভাবনা তাঁর এটাই  Grin
তবে আমার এটি মনে হচ্ছে যে Popkon6 ও LDL তারা যে যুক্তিগুলো দিয়েছে এটি সঠিক হতে পারে sj13 তিনি কয়েকদিন আগে মেরিটের জন্য ব্যাপক পরিমাণ পাগল ছিলেন। কয়েকটি পোস্ট করেছে তিনি মেরিট এর জন্য শুধু মেরিট চাইতো সবার কাছে হতে পারে এটি তার মাল্টি অ্যাকাউন্ট। তবে আমি মনে করি এদের জন্য অবশ্য শাস্তি দেওয়া উচিত তা না হলে পরবর্তীতে গ্লোবাল সেকশনে গিয়ে তাদের জন্য আমাদের বাংলা বোর্ডের রেপটেশন অবশ্যই খারাপ করবে। তাই আগে থেকেই এদেরকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে তাদের এরকম ভুল করতে গেলে মনে পড়ে।