প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
১১ টা পোস্ট করে আপনি কয় হাজার মেরিট আশা করেন? যদি মেরিটের পেছনে ভাগেন তাহলে জীবনেও একটা মেরিট পাবেন না, লিখে রাখেন। যোগ্য হন, এই ফোরাম থেকে জ্ঞান অর্জন করুন, মান সম্মত পোস্ট করুন। মোট কথা শেখার আগ্রহ থাকতে হবে নয়তো জীবনে কিছু করতে পারবেন না। মেরিট কোনো খেলনা না যে চাইলাম আর পেয়ে গেলাম। লেগে থাকুন, ফোরামে সময় দিন, ফোরামের রুলস মেনে চলুন দেখবেন মেরিট ইমনিই আসবে।
যেহেতু আপনি নতুন তাই আপনার জন্য সবথেকে ভালো হয় @BitCoinDream ভাইয়ের পোস্টগুলে ভালোভাবে পড়ে নেয়া। উপরে পোস্ট লিংক কোট করে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কখনো কোনো প্রশ্ন/কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন।
আপনি সম্ভবত বাউন্টি করার জন্য ফোরামে যোগ হইছেন, পোস্ট দেখে যা বুঝলাম। আমি বলতেছিনা বাউন্টি করা খারাপ। কিন্তু বেশিরভাগই যারা নতুন তারা ফোরামে তেমন সময় দেয়না। তাদের মূল টার্গেট মূলত বাউন্টি করা।
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
আপনি মাত্র ১১টা পোস্ট করেছেন এরমধ্যেই মেরিট পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। এই মেরিট সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আপনি যদি পূর্বের পোস্টগুলি পড়ার চেষ্টা করতেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। যাইহোক আপনাকে হতাশ হলে চলবে না চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে করতেই এক সময় মেরিট অর্জন করতে পারবেন। আপনি ভালো মানসম্মত, ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। আপনাকে মেরিট এর পিছনে দৌড়াতে হবে না আপনার পোস্ট যদি ভালো হয় সিনিয়র সদস্যরা আপনা আপনি আপনার পোস্টে মেরিট দিয়ে দিবে। তাই নিয়মিত ফরমে এক্টিব থাকবেন, সিনিয়র ভাইয়েদের অনুসরণ করুন ইনশাল্লাহ একসময় সফলতা পেয়ে যাবেন।
ধন্যবাদ আপনাদের উৎসাহ বাণীর জন্য। আমি নিশ্চিত যে আপনাদের সমর্থন ও উপদেশ আমাকে সাফল্যে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি নিরলস প্রয়াস করতে থাকবো এবং নিয়মিত এক্টিভ থাকার চেষ্টা করবো। আপনাদের পরামর্শ মূলত গুরুত্বপূর্ণ এবং আমি এগিয়ে যেতে প্রস্তুত।