প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
১১ টা পোস্ট করে আপনি কয় হাজার মেরিট আশা করেন? যদি মেরিটের পেছনে ভাগেন তাহলে জীবনেও একটা মেরিট পাবেন না, লিখে রাখেন। যোগ্য হন, এই ফোরাম থেকে জ্ঞান অর্জন করুন, মান সম্মত পোস্ট করুন। মোট কথা শেখার আগ্রহ থাকতে হবে নয়তো জীবনে কিছু করতে পারবেন না। মেরিট কোনো খেলনা না যে চাইলাম আর পেয়ে গেলাম। লেগে থাকুন, ফোরামে সময় দিন, ফোরামের রুলস মেনে চলুন দেখবেন মেরিট ইমনিই আসবে।
যেহেতু আপনি নতুন তাই আপনার জন্য সবথেকে ভালো হয় @BitCoinDream ভাইয়ের পোস্টগুলে ভালোভাবে পড়ে নেয়া। উপরে পোস্ট লিংক কোট করে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কখনো কোনো প্রশ্ন/কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন।
আপনি সম্ভবত বাউন্টি করার জন্য ফোরামে যোগ হইছেন, পোস্ট দেখে যা বুঝলাম। আমি বলতেছিনা বাউন্টি করা খারাপ। কিন্তু বেশিরভাগই যারা নতুন তারা ফোরামে তেমন সময় দেয়না। তাদের মূল টার্গেট মূলত বাউন্টি করা।
মাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে।
যত তাড়াতাড়ি সম্ভব টাকা উঠায় নেন ভাই। ৫০০-১০০০ লাভের আশায় ২০০$ হারায়েন না। হ্যা এখন হয়তো লসে আসেন কিছু, বাট এখনো সব ক্ষণস্থায়ী। বড়সড় মারা খাইয়েন না। তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। এমন অনেক সাইট দেখছি অনেক অ্যাকাউন্ট অ্যাকটিভ করতে ২০$ লাগবে তারপর মাসে মাসে ৫০$, আবার ৫০$ ইনভেস্টে ৩০% কমিশন, ১০০$ এ ৫০% আরো কতো কি! দিনশেষে সবই Ponzi স্কিম।
আর এইভাবে ইনকাম করা টাকা হালাল কিনা এ নিয়েও আমার সন্দেহ আছে। (কেউ এই বিষয়ে জানলে জানায়েন)
নোট: Bd Oficer এখন দেখেন, কোট সম্ভবতো ঠিক এখন।