~snip~
ভাই এখানে পলেটিক্স এর সাথে রিলেটেড এমন কিছু পোস্ট করবেন না। এমন off topic কিছু পোস্ট করতে পারে যারা নতুন তারা আপনাকে দ্বারা এমন পোস্ট আশা করা যায় না। এরকম পোস্ট একে অপরের বিরধীতার জন্ম দেয়। কারন এখানে অনেক সদস্য আছে এক এক জন এক এক দল সাপর্ট করতে পারে তাই এরকম পোস্ট এখানে বিশৃঙ্খলার জন্ম দেবে। সামনে নির্বাচন দেশের অবস্থা এমনিদেই অনেক উত্তাল এখন। এটা যেহেতু একটা ক্রিপ্টো ফোরাম তাই এখানে ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আর যদি পলেটিক্স নিয়ে কথা বলার আপনার অতিব আগ্রহ হয় তাহলে
Politics & Society তে গিয়ে পোস্ট করেন এখানে না। এমন কিছু পোস্ট কইরেন না এখানে যা বাংলা কমিউনিটিকে নষ্ট করতে পারে।
আসলে ভাই রাজনীতি রিলেটেড হয়ে গিয়েছে কিন্তু যদি আপনি বাংলাদেশের এই সমস্ত কেলেঙ্কারিগুলো দেখেন তাহলে আপনার চোখে উপরে উঠে যাবে। যেখানে সবচেয়ে বেশি কেলেঙ্কারি হয়েছে হাজার হাজার কোটি টাকা এই ১৫ বছরের মধ্যে তবুও সরকারের বিরুদ্ধে কোন অ্যাকশন নেয় না। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম
ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে
Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।
আসলে এই স্ক্যামারদের জন্যই আমাদের বাংলা লোকাল বোর্ডের এতটা দুর্নাম হয়ে থাকে। এদের যতই অ্যাকাউন্টে রেট মারুক না কেন তবুও পরবর্তীতে আবার নতুন করে আরো অ্যাকাউন্ট নিয়ে বাউন্টি প্রচালনা করবে। তারা বাউন্টিগুলো দীর্ঘদিন চালানোর পরে হান্টারদের পেমেন্ট না করে স্কাম করে তারা নিয়ে সব কিছু লুটেপুটে খেয়ে নেয়।
এই সকল ব্যক্তিরা কখনোই ভালো হবে না ভাই এদের বলে লাভ নেই যতই বলবেন ততই তারা এরকমটাই করবে। আসলে আমরা দেখতে পাই কয়েক দিন পর পর নতুন একাউন্টে নিয়ে আসে আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকদিন ভালোই একটিভ থাকে এবং পরবর্তীতে দেখা যায় তারা ভবিষ্যতে অনেক অকামা করেছে যার কারণে চারপাশটা একাউন্ট কানেক্ট থাকে পরবর্তীতে ব্যান ও রেড মেরে দেয় তাদের একাউন্টে।
আর বিশেষ করে যখন একজন নিউ বাই এসে পোস্ট করে মেরে জন্য তখন অবশ্যই তার অতীতে কি ধরনের পোস্ট করেছে সেগুলো লক্ষ্য করা উচিত এবং পরবর্তীতে মেরিট দেওয়ার জায়গা থাকলে তবে মেরিট দেওয়া উচিত তাছাড়া মেরিট দিয়ে নিজের নষ্ট রিপোটেশন করার কোন প্রয়োজন নেই।
তাই এই বিষয়ে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখনই একজন বাউন্টি হান্টার এসে পোস্ট করে মেরিটের জন্য তাকে কখনোই মেরিট সঙ্গে সঙ্গে দেওয়া উচিত নয় বরং সে যদি ভালো কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করতে পারে তবে তাকে মেরিট দেওয়া উচিত তাছাড়া মেরিট দিয়ে বিপদে পড়া লাগতে পারে নিজের।