Post
Topic
Board Other languages/locations
Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ
by
tjtonmoy
on 04/09/2023, 11:41:04 UTC
টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।
কনসেপ্ট টা অনেক ইন্টারেস্টিং। তবে শিওরিটি কম থাকলেও রিস্ক ও কম। ১০০ ডলারকে ১.৬ মিলিয়ন না বানাতে পারলেও আশাকরি এই বুলরানের আগে অনেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবে এই ট্রিক্স টা ফলো করলে।

Quote
সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে পোস্ট করতে পারেন।
এইভাবে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ এইখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার রয়েছে। কোন বাউন্টি ম্যানেজার উনাকে কেন বিশ্বাস করবে?
তা অবশ্য ঠিক। যে কেউ হুট করে কাউকে কাজে নিবে না। আর বাউন্টি সেকশন এ ডাটা এত বেশি যে তার মধ্যে ৩/৪ টা ডাটা ম্যানুপুলেট করলে কেউ বুঝতে পারে না এবং পরবর্তীতে ম্যানেজারদের কে প্যারা পোহাতে হয়। ফোরামে ভালো রেপুটেশন বা অ্যাাকাউন্ট এর ভালো র‍্যাঙ্ক থাকলে বিষয় টা আলাদা ভাবে দেখা যেত।

Quote
মাঝে মধ্যে অবশ্য আমি ব্যস্ত হলে আমার ওয়াইফ আমাকে কিছু কাজ করে দেয়। আওয়ারলি পেমেন্ট নেয়।
আপনি ভাই অনেক লাকি। ভাবি কে আমার সালাম দিয়েন। এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার।

Quote
ওয়েলকাম ব্যাক। আরো কয়েনজন পুরাতন মেম্বার এক্টিভ হচ্ছেন না। @DVlog ভাই দেখলাম গ্লোবালে এক্টিভ কিন্তু এইখানে না।
অনেক ঝামেলা এবং অসুস্থতার মধ্যে ছিলাম। এখন থেকে আশা করি আপনাদের সাথে সময় দিতে পারব।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।  Cheesy
ওয়ালাইকুম আসসালাম।
ভাই আপনি এই লিঙ্ক টি আপনার ব্রাউজার এ বুকমার্ক করে রাখতে পারেন। অথবা সর্টকাট এ সেভ করে রাখতে পারেন।

যদি না পারেন তাহলে নিচের পিক ফলো করুন। সামনে থাকা সর্টকাট কে প্রেস করে ধরে রাখলে এডিট অপশন পাবেন। উপরে লিঙ্ক দিন এবং নিচে নাম দিয়ে সেভ করেন। ওইটাতে চাপ দিলে আপনাকে এই লোকাল কমিউনিটি তে নিয়ে আসবে।