Post
Topic
Board Other languages/locations
Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ
by
DVlog
on 15/09/2023, 17:06:15 UTC
১০০*২=২০০

৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬

ভাই এই মুহূর্তে টাকা না থাকায় এসবে জড়ালাম না। বাট ভবিষ্যতে আপনার এই কনসেপ্টটা ট্রাই করার ইচ্ছা আছে আমার। আপনি যদি আপনার বর্তমান প্রোগ্রেস কমিউনিটির সাথে শেয়ার করতেন তাহলে আমরা অনেকে হয়তো এটা থেকে উৎসাগ পেতাম।
প্রতিটা স্টেপ সম্পুর্ন হলে আমি আগের পোস্টকে রেফারেন্স হিসেবে ধরে কোট করে আপডেট জানাবো। আমি আমার প্রথম বিনিয়োগ ENJIN এ করেছি। আশা করি এইটা খুব দ্রুত আমাকে দ্বিগুণ এনে দিবে। এরপর কিসে বিনিয়োগ করবো সেটাও এইখানে শেয়ার করবো বিস্তারিত। কেউ জয়েন হতে চাইলে হতে পারেন।
যদিও এখন আমাদের বিনিয়োগ দ্বিগুণ হতে অনেক সময় লাগছে বা লাগবে, বুল মার্কেটে সেটা খুব দ্রুত হতে পারে। আশা করছি এই বুল মার্কেটে আমরা এই টার্গেটে পৌছাতে পারবো।
উদ্ধোগটা ভালো কিন্তু $১.৬ মিলিয়ন এর লক্ষ্য অর্জন সহজ হবেনা। অল্টকয়েন মার্কেটে ক্যাশ ইনফ্লো সাধারণত ট্রেন্ড হিসেবে চলে।  যখন কোনো বিষয়ের ট্রেন্ড চলে তখন সেই বিষয়ের প্রায় সব প্রজেক্টই ভালো করে। যখন মিমি ট্রেন্ড ছিলো তখন নতুন নতুন মিমি প্রজেক্ট এসেছে মার্কেটে এবং ভালো প্রোফিট দিয়েছে। ENJIN একটা gameFi প্রজেক্ট। বর্তমানে DeFi এবং GameFi প্রজেক্টে সবচাইতে বেশি ডেভেলপমেন্ট চলতেছে। এই প্রজেক্টে ২X হবার কঠিন কিছু হবেনা। তবে মার্কেটে আরো কিছু ট্রেন্ড আছে যেগুলো hype পেতে পারে। যেমনঃ Web3, AI, RWA, Distributed computing, Storage ইত্যাদি। এই ক্যাটাগরি এর প্রজেক্টগুলোতেও নজর রাইখেন। Hype আসলে এগুলা অনেক গুন্ প্রফিট দিয়ে যাবে।