বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
ধন্যবাদ ভাই এটা নিয়ে কনফিউশনে ছিলাম, নিজের মত করে লিখলেও অনেক সময় তা কিছুটা হলেও মিলে যেতে পারে এই জন্যে ভয় হতো, কোথাও থেকে জদিউ হুবুহু তথ্য দেয়ার প্রয়োজন পরে তাহলে সোর্স দেবো । আমার মত অনেকেই এটা নিয়ে হয়তো কনফিউশনে ছিলো আপাততো এটা দূর হলো।
কিছুটা মিলে যাওয়া মানে এই নয় যে একটা লাইনের প্রত্যেকটা বাক্য মিলে যাবে। তাহলে সেটা কপি পেষ্ট হিসেবে গন্য হবে। আপনি একই জিনিস সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ভাবে লিখতে পারেন। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, একই জিনিস অন্য রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে কষ্ট হওয়ার কথা নয়। আর এসব ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এক লাইনের সব গুলো বাক্য একই রকম ভাবে লিখেন, সেটা কপি পেষ্ট এর আওতায় চলে আসবে। তখন দেখা যাবে রিপোর্ট খেয়ে বসে থাকবেন।
আমি কালকে রাত্রে অ্যাকাউন্ট টা খুলেছি আর আমি নতুন আমি কিছুই বুঝি নাই আর আমি কিছু বুঝতে পারি নাই এজন্যই আমি এইভাবে কাজগুলো করেছি এখন থেকে আমি শিক্ষা পেলাম আর নেক্সট টাইম আর কোন ভুল করবোনা |
আপনার জন্য সাজেশন থাকবে প্রথম পেইজ এ উল্লেখ করা সব গুলো পোষ্ট ভালো করে পড়বেন। তারপর যদি কোনো কিছু না বুঝতে পারেন, তখন এই ত্রেড এ বাংলায় পোষ্ট করবেন। এতে করে আপনি সহজে অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন।