--
---
----
---
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়েরা আমার। বিপদের সময়ে আসলে যেটা দরকার হয়, সেটা হলো সাহস আর দোয়া। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশি আমার পরিবারের জন্য। কালকে সারা রাত মেয়েকে আমার কোলে নিয়ে বসে ছিলাম। আমার ওয়াইফ তো বড় মানুষ, সে ব্যাথা সহ্য করে থাকতে পারে। কিন্তু আমার ২ বছরের অবুঝ বাচ্চা তো কষ্ট সইতে পারছে না। চোখের সামনে এরকম আপন জনের রক্ত দেখে কেউ সইতে পারে না। সারা রাত মেয়ে থেমে থেমে কান্না করেছে। আমার কোলে ছাড়া কোথাও থাকতে চাচ্ছে না। কিছু করতেও পারছি না। আবার বেচে থাকতে হলে টাকার প্রয়োজন, একটু কাজ না করলেও হচ্ছে না। সব দিক থেকেই যেনো প্রয়োজনীয়তা টানছে।
আশা করি ভাই আপনি এই মুহূর্তে কিছুটা হলে স্বস্তি পেয়েছেন। বিপদের সময় আসলে দোয়াটাই সবচেয়ে বড় বিষয় এবং আপনাকে সাহস রাখতে হবে। আমরা আপনার পরিবারের জন্য সব সময় আল্লাহতালার কাছে দোয়া করি যাতে দ্রুত আপনার সন্তান এবং আপনার স্ত্রী সুস্থ হয়ে যায়। আসলে আপনি অনেকটা কষ্টের মধ্যে দিন পার করতেছেন নিজের মেয়ের রক্ত দেখে কোন বাবাই তার মাথা ঠিক রাখতে পারেনা এটা খুবই কষ্টের। সন্তানের কষ্টটা শুধু তার মা বাবাই বুঝে, যাইহোক ভাই আপনার জন্য দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আপনার ধৈর্য শক্তি আরো বৃদ্ধি করে দেয়। এবং আপনি আপনার পরিবারের খেয়াল অবশ্যই রাখবেন এবং আমরাও আপনার পরিবারের জন্য সব সময় দোয়া করি এবং আপনার জন্য দোয়া করি যেন আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন।