Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 09/11/2023, 11:27:39 UTC
⭐ Merited by fillippone (1)
PGP
ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।
দুঃখিত  আমি আসলে এ সম্পর্কে বেশি কিছু জানিনা তাই পিজিবি বিষয়টা কি সেটা জানতে চেয়েছিলাম?
আপনি যদি ভাই একটু কষ্ট করে অলরেডি কোট করা পোস্টে ক্লিক করতেন তাহলেই পেয়ে যেতেন যে PGB কি।  আমাদের  Learn Bitcoin  এর আগে এটা নিয়ে একটি টিউটোরিয়াল করেছে  সেটি আমি আবার কোট করে দিলাম।
পিজিপি কি?
পিজিপিএর ফুল ফরম হলো প্রিটি গুড প্রাইভেসি। এটা এমন একটা টেকনোলোজি যেটা ব্যাবহার করে আপনি নির্দিষ্ট কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে পারবেন। এই ম্যাসেজ সেই নির্দিষ্ট ব্যাক্তি বা ফিংগারপ্রিন্ট হোল্ডার ব্যাতিত অন্য কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। পিজিপি কোনো গুরুত্বপূর্ণ জানতে এই পোষ্ট টি পড়তে পারেন।

Quote
এটা কি কোন  কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে  যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?
উপরে Learn Bitcoin  ভাইয়ের যে পোস্টটি কোট  করেছি সেই পোস্টটি  ভিজিট করলে দেখতে পাবেন অলরেডি সেখানে একটি সফটওয়্যার (Gpg4win) ব্যবহার করার  টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছেন।  আর এটির মাধ্যমে আপনি মেসেজ থেকে শুরু করে ফাইল এনক্রিপশন এবং ডিক্রিপশন দুটি করতে পারবেন।
আমার জানা মতে এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার,  এটি ওপেন পিজিবি  এর স্ট্যান্ডার্ড ফলো করে।  আর তাছাড়া এটি পিজিবি  রিলেটেড সফটওয়্যার গুলোর মধ্যে জনপ্রিয় গুলির মধ্যে একটি, তাই আমার মনে হয় এটাতে ট্রাস্ট করা যেতে পারে। Roll Eyes 
PGP মূলত ল্যাপটপ বা কম্পিউটার ডাউনলোড করা যায় মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করা যায় কিনা সেইটা আমি জানি না।@Learn Bitcoin ভায়ের পোস্ট পড়ে এবং তার ইনস্ট্রাকশন মোতাবেক PGP ডাউনলোড করার খুব চেষ্টা করি কিছুতেই পারি না তখন google এ সার্চ দেই। তারপর দেখি সেটা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করতে হবে। তখন নিজেই নিজেকে বোকা মনে হল। Grin Grin

পিজিপি (প্রেটি গুড প্রাইভেসি) হল একটি ডিজিটাল ডেটা এনক্রিপশন প্রোগ্রাম যা 1997-2000 থেকে কম্পিউটার প্রফেশনালস ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (CPSR) এর বিশেষ পরিচালক ফিল জিমারম্যান তৈরি করেছিল।
ফিল জিমারম্যান ডিজিটাল যুগের গোপনীয়তা সমস্যা সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্য PGP তৈরি করেছেন। নিজের গোপনীয়তা রক্ষা করা নতুন কিছু নয়। যাইহোক, ডিজিটাল ডেটা (ডাটাবেস, ই-মেইল এবং আরও অনেক কিছুর তথ্য) অ্যাক্সেস, আটকানো এবং নিরীক্ষণ করার সহজতার কারণে এটি আজ আরও জরুরি হয়ে উঠেছে আমাগো সবার কাছে।
যারাই @Learn Bitcoin ভায়ের PGP টিউটোরিয়াল থেকে PGP শিখতে চান তাদের এই কয়েকটি দাপ অনুসরণ করা উচিত।
ধাপ 1: পিজিপি ডাউনলোড করা

ধাপ 2: PGP সফ্টওয়্যারটি আনজিপ করা এবং ইনস্টল করা

ধাপ 3: আপনার পাবলিক এবং প্রাইভেট PGP কী সেট আপ করা (তৈরি করা)

ধাপ 4: আপনার পাসফ্রেজ পরিবর্তন করা

ধাপ 5: আপনার সর্বজনীন কী বিতরণ করা

ধাপ ৬: সার্টিফিকেট সার্ভারের মাধ্যমে আপনার সর্বজনীন কী উপলব্ধ করা

ধাপ 7: আপনার কীরিংয়ে অন্য কারো পাবলিক কী পাওয়া এবং যোগ করা

ধাপ 8: নিরাপদ ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করতে PGP এনক্রিপশন সফ্টওয়্যার ব্যবহার করে

ধাপ 9: আপনার সমস্ত ই-মেইল বার্তাগুলির একটি ব্যাকআপ, এনক্রিপ্ট করা, পাঠযোগ্য অনুলিপি সংরক্ষণ করতে আপনার ডিফল্ট পাবলিক কী ব্যবহার করা

ধাপ 10: PGP আপনার নিজের আনক্রিপ্ট করা ই-মেইলে স্বাক্ষর করা

ধাপ 11: ট্রাস্টের ওয়েব বুনন--অন্য কারো পাবলিক কী স্বাক্ষর করা

ধাপ 12: আপনার ব্যক্তিগত নথিগুলিকে সুরক্ষিত (এনক্রিপ্ট) করতে PGP এনক্রিপশন সফ্টওয়্যার ব্যবহার করা

ধাপ 13: আপনার ডিস্ক থেকে ফাইল মুছে ফেলার জন্য PGP ব্যবহার করে

ধাপ 14: দরকারী PGP বিকল্পগুলি সম্পর্কে আপনার জানা উচিত

এইখানে বিস্তারিত