Lite ভার্সন বলে তো Kali Nethunter এর? যদি সেটা মিন করে থাকেন তাহলে হ্যা আছে। নেটহান্টার ফোনের জন্য আলাদা করে ডেভেলপ করা। যখন এটি ইনস্টল করতে যাবেন তখন তিনটা ভার্সন সিলেক্ট করতে পারবেন (full, minimal, nano)।
হ্যাঁ ভাই লাইট ভার্সন বলতে আমি kali nethunter এর কথাই বুঝিয়েছি। ধন্যবাদ আপনাকে ইনফরমেশনটা জানানোর জন্য। জিনিসটা আমার নিকট অনেক ইন্টারেস্টিং লেগেছে তবে ভাই বর্তমানে আমার স্টোরেজ 128gb পাওয়ার সত্ত্বেও আমি এটা ব্যবহার করতে পারতেছি না কারণ আমার ১ জিবি স্পেস রয়েছে :") ।
ওয়ালেট বলতে আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট বুঝি। সেটা হোক সেন্ট্রালাইজ অথবা ডিসেন্টালাইজ।
কোন ওয়ালেটে ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধা সেন্ট্রালাইজড অথবা ডিসেন্টালাইজড?
আমি বিটকয়েন সংরক্ষণ করে রাখার জন্য কোন ধরনের ওয়ালেট ব্যবহার করলে সুবিধা পাইতে পারি।
ভাই সুবিধা নাকি সিকিউর ? অবশ্যই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার এর থেকে ডিসেন্টালাইজড এক্সচেঞ্জার ব্যবহার করা উত্তম। যদি বিটকয়েন লং টার্মের জন্য হোল্ডিং করতে চান তাহলে অবশ্যই ডিসেন্টালাইজ একচেঞ্জার ব্যবহার করা ভালো।
এখন ডিসেন্টালাইজ ওয়ালেট এর মধ্যে দুই ক্যাটাগরি হয়।
১. হট ওয়ালেট ২. কোল্ড ওয়ালেট।১. হট ওয়ালেট-> সহজ কথায় যে সব ওয়ালেট ইন্টারনেটের সাথে যুক্ত থাকে সে সব ওয়ালেট কে হট ওয়ালেট বলে। যেমন: ট্রাস্ট ওয়ালেট , মেটা মাস্ক ওয়ালেট, ইলেক্ট্রাম ওয়ালেট ইত্যাদি।
২. কোল্ড ওয়ালেট বলতে সেইসব ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটকে বোঝায় যেসব বলে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে না। এটি মূলত কারেন্সি হোল্ডিং এর জন্য মোস্ট সিকিওর ওয়ালেট।
কোল্ড ওয়ালট এর মধ্যেও বিভিন্ন প্রকারভেদ রয়েছে পেপার ওয়ালেট, হার্ডওয়ার ওয়ালেট, সাউন্ড ওয়ালেট।
হার্ডওয়্যার ওয়ালেট কিনা সেখানে রাখাই বেশি নিরাপদ হবে।
Binance, Trust wallet, Kucoin,Mexc, Bybit, Gate.io
এই ওয়ালেট গুলা আমরা প্লে-স্টোর থেইকা ডাউনলোড করবার পারি এবং তারপর একাউন্ট ক্রিয়েট কইরা ভেরিফাইড করবার পারি।
.. ...... হার্ডওয়্যার ওয়ালেট কেনার কথা বললেন এটা কিভাবে কেনে বা কোথায় এই ওয়ালেট কিনতে পাওয়া যায়।
আপনি সেন্ট্রালাইজড ওয়ালেট এবং ডিসেন্টালাইস ওয়ালেট দুটো এক করে ফেলছেন। হার্ডওয়ার ওয়ালেট ডিসেনালাইজড ওয়ালেট এর অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে ক্রিপ্ত কারেন্সি অবৈধ সেহেতু এর রিলেটেড সকল ডিভাইস অবৈধ বলে বিবেচ্য হবে তাই আমার মনে হয় না আপনি বাংলাদেশের কোথাও হার্ডওয়ার ওয়ালেট কিনতে কিনতে পারবেন।
তবে আপনি চাইলে বাহিরে থেকে কিনে দেশে ইমপোর্ট করতে পারেন। কিন্তু এখানে এয়ারপোর্টে এসে কাস্টমে আটকে যেতে পারে সেখানে আপনার রিস্ক রয়েছে।
তারপরেও এই ওয়েবসাইটেতে রিক্স নিয়ে দেখতে পারেন-
https://www.ubuy.com.bd/en/search/?q=cryptocurrency+hardware+wallet