Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
sportbitcoin
on 19/11/2023, 02:11:09 UTC
অবশেষে ভালো একটি পোষ্ট পাইলাম নোটিফিকেশনে। যাইহোক বলার কিছু নাই, কারণ আমি যতবার বলেছি, ততবারে অনেক কাহিনী হয়েছে। এইজন্য নিজের মতো করে নিজের পোর্টফোলিও বৃদ্ধি করতাছি। যদিও অনেক পোষ্ট করতে মন চায়, কিন্তু ওইসব মেরিট ফার্মারদের জন্য ইচ্ছাটাই মরে যাচ্ছে।

নোটিফিকেশনে কেমনে পাইলেন ভাই? আপনাকে তো কেউ কোট বা মেনশন করে নাই  Huh Huh

মেনশন করলেই যে, নোটিফিকেশন পাওয়া যাবে এমন তো নাহ  Grin এই থ্রেডিটিকে আমি Bitcointalk SuperNotifier বটে ট্রাকিং এ রেখেছি, তাই যখনই কেউ পোষ্ট করে, আমি বটের মাধ্যেমে নোটিফিকেশন পাই। জানি নাহ, আপনি ওই ফিচার ব্যবহার করেন কি নাহ, কিংবা এত কিছুর মধ্যে ভুলেই গেছেন যে, এমন ফিচারও আছে।
হ্যা, এটি অনেক দুর্দান্ত পোস্ট ট্রেকিং এর জন্য । অতি সহজে Bitcointalk ফোরামের যে কোনো বোর্ড বা থ্রেড ট্রাকিং এ রাখলে নোটিফিকেশন পাওয়া যায় । এই ফিচার সুন্দর ভাবে উপভোক করতে পারে অনেক ধন্যবাদ TryNinja কে। যারা এই ফিচার সম্পর্কে জানেন না তারা অবশ্যই এটি দেখে নিবেন এবং এটি সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন। নিচে মূল পোস্ট এবং লিংক দেওয়া হয়েছে।

মূল পোস্ট : TELEGRAM Yet Another BitcoinTalk Notification BOT] | Author : TryNinja
এই বট সেট করা  জন্য আমার কাছে টেলিগ্রাম What is your BitcoinTalk UID? চাচ্ছে।আমি আমার একাউন্টের UID কেমনে বের করতে পারি?

আপনে আপনার পোফাইলের UID বের করার জন্য এটা দেখতে পারেন।
ধাপ 1: আপনার প্রোফাইলে চাপ দিয়ে  প্রোফাইলে ভিতরে ডুকুন।
ধাপ 2: প্রোফাইলের বাম দিকে লক্ষ্য করুন প্রোফাইল ইনফো  লেখা দেখতে পাবেন।
 ধাপ ৩: প্রোফাইল ইনফো নিচে সামারি খেলা আছে সামারি লেখাতে  চাপ দিন।
এখন যেই লিংক এসেছে এটা হচ্ছে আপনার পোফাইল লিংক।
উদাহরণ: https://bitcointalk.org/index.php?action=profile;u=3585154;sa=summary

ধাপ 4: এই লিংক থেকে আপনি ইংরেজি অক্ষর গুলো বাদ দিয়ে দিন এখানে যে নাম্বার গুলো রয়েছে এটাই হচ্ছে আমার একাউন্টের  ইউআইডি।
উদাহরণ: 3585154
আশা করি আপনি এবার বুঝতে পেরেছেন কেমনে UID বের করতে হয়।