Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Subbir
on 19/11/2023, 07:05:03 UTC
চাপাই এর ভাষায় একটা কথা আছে, বুললেই বুলবেন বুইলছি!
এটা নিয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করবো। (প্রশাসনিক ভাবে চাপাই এখন বাংলাদেশকে লিড দিচ্ছে।) Cheesy

যাই হোক, হুদাই ফাউ প্যাচালে লাভ নাই। কমিউনিটিতে থাকেন, কয়দিন পর সব বুঝতে পারবেন। অবশ্য আপনি তো সবই জানেন। কারন কালো মানেই কালো না।  Wink

এবার আসি আসল কথায়, লাস্ট কয়েক পেজ পোস্ট পোড়ে যা মনে হচ্ছে তা একজন মানুষ বা সাধারন মেম্বার হিসেবে কারো কাছেই সাভাবিক লাগার কথা না।

আপনার পোস্ট দেখে মনে হয় আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন্য একজন ব্যাক্তি, (উদাহরনঃ কেউ যখন পাখির চোখ দিয়ে কোনোকিছু দেখে তা একটি মাত্র বস্তুকে দেখে, আর যখন বাজপাখির চোখ দিয়ে দেখে তখন তার উড়ার অবস্থান থেকে আশেপাশের সবকিছু খুব শুক্ষ্যভাবে দেখে)।  Roll Eyes


ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়।
~
আর এই গ্রুপের লিডার সাহেব, আপনার নাম মেনশন করলাম না। মনে করবেন না আপনার নাম বাদ পড়েছেন তাই বলে বেচে গেলেন।

~
যা করছেন, তাতে করে সুনাম আসবে না কি আসবে, সেটা টের পাবেন। ধৈর্য ধরেন।

আপনার সাথে আমিও একমত, আপনি কি মনে করেন আমি তা জানিনা কিন্তু বাংলাদেশি এ্যাকাউন্ট দেখলেই আমার মনে হয় মাল্টি এ্যাকাউন্ট, তার প্রধান কারন হচ্ছে এমন কিছু নাম দিয়ে এ্যাকাউন্ট করে যা দেখলেই বোঝা যায় যে তার অন্য কোনো এ্যাকাউন্ট আছে, আর কিছু কিছু মানুষের বাড়াবড়ি দেখলে অনেক কিছুই মনে হয় কিন্তু কিছুই বলার থাকেনা।

আপনি যেহেতু অনেক সাহসিকতার সাথে অনেক কিছু করেন অনেক সময় ভালো লাগে দেখে, আর আপনি হয়তো খুব দ্রুতই DT মেম্বার হয়ে যাবেন টেনশন কইরেন না।

আপনার যদি সমর্থন করার মতো বড় কেউ না থাকে তাহলে এগুলা বন্ধ করা কঠিন হবে, কারন আপনি একটা ভালো কথা বলবেন দেখবেন অন্য আইডি থেকে এ্যাটাক্ট করবে, আর যদি গ্রুপ এর কথা বলেন তাহলে তো কোনো কথাই নাই।
সজন প্রীতি সব যায়গাতে  আছে এবং তা থাকা দরকারো আছে (যেমনঃ ইসরায়েল আর এ্যামেরিকার সম্পর্ক)।  কিন্তু সবকিছুর একটা লিমিট আছে যা অনেকেই অতিক্রম করে। 

এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখন কি করতে পারি? বা কি করা যায়Huh
উঃ  আমার মতে এগুলা একবারে বন্ধ হবেনা কোনোদিন আপনি একদিন থেকে ধোরবেন অন্যদিক থেকে আর ৫০টা আইডি খুলে গ্যং তৈরি করবে। কোনো একটা বইয়ে পোড়েছিলাম, যে 'কারো যদি ব্লাডে সমস্যা থেকে তাহলে তা কোনো ভাবেই দূর করা সম্ভব না' । এমন আমার মনে হয় যে কিছু মানুষের রক্তে সমস্যা হয়ে গেছে এগুলা দূর করা আসলেও অনেক কঠিন। তবে সবাই যদি মিলেমিশে চেস্টা করা যায় তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রনে থাকবে। আর এতুটুকোই হয়তো আমাদের কমুনিটির জন্যে ভালো কিছু বয়ে আনবে। বর্তমান পরিবেশে এর থেকে বেশি কিছু আশা করা যায়না।



যায় হোক অনেক হয়ত কড়া কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা করবেন।