Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
synchronym
on 12/01/2024, 18:47:22 UTC

বর্তমান আমাদের বাংলাদেশে সর্বক্ষেত্রেই এমন অবস্থা হয়েছে যে ""ঘুষের উপর কোন ঔষধ নাই "" আসলে আমাদের এই সোনার দেশে কোন জিনিসটা ঘুষ ছাড়া হয়। যত বড় কঠিন কাজ হোক না কেন ঘুষ দিলে সাথে সাথে সমাধান হয়ে যায়।

আসলে বর্তমানে আমাদের মাঝে মানবতা বলতে কিছু নেই। বর্তমানে মানুষ এমন হয়েছে নিজে বাঁচলেই হইল, অন্যরা কিভাবে চলবে তা খেয়াল করে না। মানুষের মাঝে যদি মানবতা থাকতো তাইলে আর আজকে কোন কাজ করিয়ে নেওয়ার জন্য ঘুস দেওয়া লাগতো না।
আমরা আমাদের ডিজিটাল সোনার বাংলাদেশ বসবাস করছে এর জন্য আমাদেরকে ঘুষ দিতে হবে। বিশেষ করে যেখানে সরকারি কর্মকর্তারা বড় বড় পদে বসে আছেন তাদের সাথে কথা বলতে  গেলেও যেন আমাদেরকে আগে টাকা গুনতে হয় তারপর তারা কথা শুনে। ঘুষ আমাদের সমাজ থেকে কখনোই চিরতরে বিদায় হবে না দিন যত যাবে ঘুষ খাওয়ার লোকের পরিমাণ তত বাড়বে। পুলিশের কথা নাইবা বললাম পুলিশ পারলে তো একটা সিগারেটও ঘুষ খায়।