ভাই এইসব র্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।
ভাই চেষ্টা করুন সব র্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।
আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।
আমি ঠিক এটাই বলতে যাছিলাম । আমি এপ্লাই করিনা কারণ সমস্যার সম্মুখীন হতে হবে। আমি ২০১৯ সালে একবার ভাবসিলাম Ledger wallet নিয়ে অর্ডার দিব। কয়েকজন কে জিজ্জাসা করলাম খরচ নিয়ে বলসে যে দাম তার থেকে দিগুণ টাকা লাগসে এবং কাস্টমে চেক করে জিজ্জাসাও করতে পারে । এরপর মাথা থেকে Ledger wallet এর চিন্তা বাদ দিয়ে দিছি।
জীবনে অযাচিত অশান্তি না চাইলে, Crypto সম্পর্কিত যেকোনো জিনিস বাংলাদেশে আমদানি করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইনে যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাঁদের ঠিকানায় পাঠিয়ে ওনাদের সাথে বাংলাদেশে আনাতে পারেন।
ভাই আসলে আমার পরিচিত বেশ অনেক জনের সাথে এই ঘটনা ঘটেছে ও্যালেট অর্ডার দেয়ার পরে আর হাতে পর্যন্ত আসেনাই, আর যেহেতু ক্রিপ্ট রিলেটেড তাই ওগুলা ছারাইতে যায়নায় কেউ। কখনো যদি বৈধতা দেয় তাহলে হয়তো সবকিছু সহজ হবে, কিন্তু বৈধতা পেয়ে কাজ শুরু করতে এখনো অনেক দেরি আছে।
ভাই আপনার টেলিগ্রাম চ্যানেল এ বেশ কয়েকদিন আগেই জয়েন হয়ে আছি দেখি, যাইহোক ভালো কিছু হবে ইনশাআল্লাহ সবাই মিলে একে অপরের সহযোগী হলে খারাপ হবেনা আমরা সবাই কিছুটা হোলেও লাভবান হবো ইনশাআল্লাহ।