Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 09/09/2024, 21:14:30 UTC
Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা।
শুনলাম বাইনান্স এক্সচেঞ্জে লিস্ট হবে এবং অনেকেই দেখলাম এর কিছু সত্যতা তুলে ধরেছে। বাইনান্স এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে কিছু ধাধা টাইপের পোস্ট করেছে যা দেখে মনে হচ্ছে BlumCrypto নিয়েই পোস্ট করেছে। আমি বিষয়টি শেয়ার করলাম আপনার একটু বিস্তারিত জেনে শেয়ার করবেন।
Blum এর সুযোগ কিছুটা মিস করলেও আমি বেশি লেট করিনি। ২২৩k পয়েন্ট হইছে আমার। এটা ভালো হবে আগে থেকেই জানতাম কারন এটার টিমগুলো অনেক স্ট্রং তবে এটার যে গেম পাস সেগুলো  দিয়ে পয়েন্ট কালেক্ট করা অনেক সময় ও ধৈর্যের ব্যাপার তাই খেলিনাই তেমন। তবে এখন এটিতে অনেক সময় দিচ্ছি। এয়ারড্রপ থেকে ভালো পেমেন্ট কখনো বিশ্বাস করতাম না তাই এরকম ভালো এয়ারড্রপগুলো  মিস করে যাচ্ছি তবে মনে করি আমি blum  মিস করিনি।
আপনি তো তাহলে ভাই Blum থেকে বড়সড়ো একটা কোপ দিবেন আশা করা যাচ্ছে। আমার 113k পয়েন্ট হইছে। আমি ঐরকম মনোযোগ দিয়ে করিনি আপনার মতো। আপনি মনে হয় সারাদিনি এই গেম খেলছেন ভাই। আমার কয়েকটা একাউন্ট দিয়ে করেছি দেখি কত কেমনে কি পাওয়া যায়

আচ্ছা Catizen কে কে করেন? এইটা নিয়া সঠিক কোন তথ্য পাচ্ছি না। কেউ বলে কমপক্ষে ১ টা ডেইলি চেকিং করতে হবে যা ০.০০৮ TON ফ্রি যাবে, বিড়ালের লেভেল ২১ থাকতে হবে, লীগে সিলবারে থাকতে হবে। আসলে কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে? Catizen কয়েকটি এক্সচেঞ্জে লিস্টিং হবে কনফার্ম হয়েছে। কেউ কী সঠিক তথ্য জানেন?
আমি প্রায় ৬ মাস আগে এটা স্টার্ট করলেও কাজ করিনি তবে ৪ দিন আগে Auto bot কিনেছি এবং একটা cloud phone কিনে catizen শুরু করছি। ৪০ লেভেন হয়ে গেছে আমার। এখনো ৫ দিন সময় আছে তাই এই ৫ দিনে আরো অন্তত ২০ লেভেল বাড়ার আশা করছি। টোটাল ৬০ লেভেলের মতো হতে পারে। তবে ৫$ বেশি খরচ করে Fish Consumption করে ফেলছি ২৬০০০। আশা করছি অল্প কিছু পাবো এখান থেকে।
৬মাস আগেই CATIZEN এ জয়েন করেছি কিন্তু অবহেলায় করিনি ভাই। আমার কয়েকটা বন্ধু এগুলো প্রচুর করেছে তারা ভালোই পেমেন্ট পাবে এটা দেখে এখন আফসোস লাগতেছে ভাই। Airdrop আমি কখনোই সিরিয়াস হয়ে করতে পারিনা। এতো কেমনে করে সবাই এটাই বুঝি না। তবে একদম মিস করলাম এই CATIZEN টা।