ফোরামের প্ৰথম রাঙ্ক জুনিয়র মেম্বারে পদোন্নতি করতে পেরে আমি আজ সত্যিই খুব খুশি। যদিও এটি বড় কোনো পদোন্নতি নয় , কিন্তু আমার জন্য এটি অবশ্যই সেরা মুহূর্ত। এমন মুহূর্ত আমি হয়তো পরবর্তী রাঙ্ক আপ করতে পেরেও পাবো না। জুনিয়র মেম্বার হওয়ার মুহূর্তটা এই ফোরামে আমার জন্য সেরা মুহূর্ত।
আলহামদুলিল্লাহ, আজকে আমি Jr.member এ পদোন্নতি করলাম। এটি আমার জন্য খুশির বিষয়। ছোট হলেও, এটা আমার কমিউনিটি ইন্টারঅ্যাকশন, এই rank up আমাকে আরও শিখতে এবং অবদান রাখতে উৎসাহিত করছে। যদিও এটি খুবই ছোট একটি পদ তবুও এটি আমার জন্য খুবই আনন্দের। এবং আমি এখন থেকে ভালো ভাবে ফোরামে অবদান রাখার চেষ্টা করবো। এবং পরবর্তী র্যাংক অর্জন করার চেষ্টা করবো, এটি আমার জন্য একটি স্টার্টআপ পয়েন্ট।
সেই সুন্দর। চালিয়ে যান সামনে ভালো কিছু করবেন। আপনাদের জন্য আমি আনন্দিত আমি আপনাদের উপর নজর রাখবো। আশা করি ভবিষ্যতে আপনাদের অবস্থান ভালো যায়গায় দেখতে পাবো।
ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।
কয়েকদিন যাবৎ আসলে খুবই ব্যাস্ত সময় পার করছিলাম এই দোকান শিফট করা নিয়েই। আজকে মাত্র পিসিতে বসার সময় পেলাম। এই কয়েকদিন ধরে মোবাইলে আর ল্যাপটপে কাজ করছিলাম এবং খুবিই ব্যাস্ত সময়ের মাঝে ছিলাম। আজকে এখন একটু ফ্রি টাইম পেয়েই ফোরামে ঢু মারতে আসলাম। যে যাই বলুক না কেনো, আমি দোকান শিফট করেছি এর পেছনের প্রথম কারন হলো প্রত্যাশা মতো সেল না হওয়া। আমি যদি আমার ইনভেষ্টমেন্ট ফেলে রাখি এবং প্রতি মাসেই লস করি, তাহলে বিজনেস গ্রো করবে না। আমার দরকার ছিলো এমন একটা লোকেশন যেখানে আমি প্রত্যাশা মতো সেল করতে পারবো। যাই হোক, যেহেতু এইখানের বাজার একটু বড়, আশা করি এখানে সেল একটু বৃদ্ধি হবে। তবে সব কিছুর আগে আল্লাহর করুনার ওপর ভরসা করতে চাই। আল্লাহ চাইলে এবার ঘুরে দাড়ানোর চেষ্টা করবো।
ভালো করছেন। অনলাইনে যত কিছুই করেননা কেনো আর যত টাকা ইনকাম করেননা কেনো সেগুলো দিয়ে বেশিদিন সারভাইভ করতে পারবেন না কারণ অনলাইনে ইনকাম আপনার জন্য প্যাসিবি ইনকাম নিয়ে আসবেন না তাই এগুলোর পাশাপাশি একটি ভালো জব অথবা একটি বিসনেস থাকা প্রয়োজন। এখন হয়তো বা কষ্ট করতেছে তবে একবার গুছিয়ে নিতে পারলে আর কিছু পটেনশিয়াল কাস্টমার পেয়ে গেলে তারপর থেকে ভালো কিছু পাওয়া যায়। তবে ধৈর্য ধরে একটি পজিশনে দীর্ঘদিন ব্যবসা করতে হবে যখন আপনি সবার মাঝে পরিচিত হবেন এবং সবাই জানবে যে আপনার কাছে ভালো প্রোডাক্ট আছে তখন অটোমেটিক সেল বেড়ে যাবে।